সামনেই পঞ্চায়েত নির্বাচন, রাস্তাশ্রী প্রকল্পে ১২ হাজার কিলোমিটার রাস্তা হবে রাজ্যে
12,000 km roads will be built in West Bengal

নজরবন্দি ব্যুরোঃ রাস্তাশ্রী প্রকল্পে রাজ‌্য সরকার ৩০০০ কোটি টাকা বরাদ্দ করেছে। নবান্নসূত্রে খবর, বিটুমিনের রাস্তার পাশাপাশি হবে কংক্রিটের রাস্তাও। এবং বেশ কিছু মাটির রাস্তাও সারানো হবে। ইতিমধ্যেই এই প্রকল্পের প্রচার শুরু হয়ে গিয়েছে রাজ‌্যজুড়ে জেলায় জেলায়।

আরও পড়ুনঃ রাহুল ইস্যুতে দেশজুড়ে বিক্ষোভ, সত্যাগ্রহের পথে কংগ্রেস

পথনাটিকা থেকে বড় বড় ফ্লেক্স, ট‌্যাবলোয় নাচ-গান ইত‌্যাদির মাধ‌্যমে শুরু হয়েছে প্রচার। সামনেই পঞ্চায়েত নির্বাচন। তার আগেই রাজ্যের গ্রামীণ রাস্তা নির্মাণ ও সংস্কারের কাজ শুরু হচ্ছে। এই কাজ করা হবে পথশ্রী-রাস্তাশ্রী প্রকল্পে।

সামনেই পঞ্চায়েত নির্বাচন, রাস্তাশ্রী প্রকল্পে ১২ হাজার কিলোমিটার রাস্তা হবে রাজ্যে

এই প্রকল্পে তৈরি করা হবে প্রায় ১২ হাজার কিলোমিটার রাস্তা। পথশ্রী-রাস্তাশ্রী প্রকল্পের অধীন নিজস্ব তহবিল থেকে এই রাস্তা করবে রাজ্য। এই জন্য খরচ হবে তিন হাজার কোটি টাকা। এই টাকায় ১২ হাজার কিলোমিটার গ্রামীণ সড়ক তৈরি করবে রাজ্য।

আগামী ২৮ মার্চ সিঙ্গুর থেকে এই প্রকল্পের শিল‌্যান‌্যাস করবেন রাজ্যের মুখ‌্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ‌্যায়।

সামনেই পঞ্চায়েত নির্বাচন, রাস্তাশ্রী প্রকল্পে ১২ হাজার কিলোমিটার রাস্তা হবে রাজ্যে

সামনেই পঞ্চায়েত নির্বাচন, রাস্তাশ্রী প্রকল্পে ১২ হাজার কিলোমিটার রাস্তা হবে রাজ্যে

সূত্রে খবর, প্রায় সাত হাজার নতুন রাস্তা হবে বলে তালিকা তৈরি হয়েছে। আর দেড় হাজারের বেশি পুরনো রাস্তা সারানো হবে। আর এই রাস্তা তৈরি হলে উপকৃত হবে রাজ্যের প্রায় ৩০ হাজারের বেশি গ্রাম।