IPL থেকে ছুটি নাও রোহিত, কেন এমন বললেন গাভাসকর?
Why did Gavaskar ask Rohit to take leave from IPL?

নজরবন্দি ব্যুরোঃ সুনীল গাভাসকর বিশ্বাস করেন যে মুম্বই ইন্ডিয়ান্স এবং ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মার আইপিএল থেকে বিরতি নেওয়া উচিত। চলতি আইপিএল-এ এখন বিশ্রাম নিয়ে মরশুমের শেষে কয়েকটি ম্যাচের জন্য রোহিতের ফিরে আসা উচিত বলে মনে করেন গাভাসকর।

আরও পড়ুন: আজ ম্যাচের ফলাফল যাই হোক না কেন, মাঠে হবে রেকর্ডের ছড়াছড়ি

Rohit Sharma: IPL থেকে ছুটি নাও রোহিত, কেন এমন বললেন গাভাসকর?

৫ বারের আইপিএল জয়ী দল মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মা। চলতি আইপিলে মুম্বই ধারাবাহিকতা দেখাতে ব্যর্থ। এখনও অবধি ৭টি ম্যাচে খেলে MI জিতেছে ৩টি, হেরেছে ৪টি। গত মরসুমে রোহিত শর্মার দল পয়েন্ট টেবিলের ১০ নম্বরে থেকে টুর্নামেন্ট শেষ করেছিল। এ বছর মাত্র ১টি হাফসেঞ্চুরির ইনিংস রয়েছে ক্যাপ্টেন রোহিত শর্মার।

Rohit Sharma: IPL থেকে ছুটি নাও রোহিত, কেন এমন বললেন গাভাসকর?

গুজরাটের বিরুদ্ধে মুম্বইয়ের শেষ ম্যাচে তো ব্যাট হাতে ব্যর্থ রোহিত। মাত্র ২ রান করে মাঠ ছাড়েন হিটম্যান। আর এই নিয়ে ভারতীয় কিংবদন্তি সুনীল গাভাসকর মনে করেন, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ভাবাচ্ছে রোহিত শর্মাকে।

IPL থেকে ছুটি নাও রোহিত, কেন এমন বললেন গাভাসকর?

Rohit Sharma: IPL থেকে ছুটি নাও রোহিত, কেন এমন বললেন গাভাসকর?

এক সাক্ষাৎকারে গাভাসকর বলেন, ‘আমি ব্যাটিং অর্ডারে কিছু পরিবর্তন দেখতে পছন্দ করব। এমনকি আমি বলব যে রোহিত শর্মাকে কয়েকদিনের জন্য বিরতি নেওয়া উচিত। যাতে তিনি ফিট থাকতে পারেন। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের জন্য। সে হয়তো শেষ কয়েকটি ম্যাচে ফিরে আসবে কিন্তু এই মুহূর্তে তার কিছুটা বিশ্রাম দরকার।’