নজরবন্দি ব্যুরোঃ গতকাল শেষ হয়েছে আইপিএল ২০২৩ এর মিনি নিলাম। আর এই নিলাম থেকেই এ বছরের আইপিএলের দশটি দলতাদের টিম গঠন করেছে। এই নিলামে মোট ৪০৫ জনের নাম ছিল। তার মধ্যে ২৭৩ জন ভারতীয় এবং ১৩২ জন বিদেশি ক্রিকেটার ছিলেন। নিলামে বিক্রি হয়েছে মোট ৮০ জন ক্রিকেটার। আর এই ৮০ জন ক্রিকেটার কে কিনে নিতে দশটি দল খরচ করেছে ১৬৭ কোটি টাকা।
আরও পড়ুনঃ নিলাম শেষ হতেই জোর জল্পনা CSK-তে, এবার অধিনায়ক বেন স্ট্রোকস!
এই নিলামে রেকর্ড দামে তাদের পছন্দের ক্রিকেটার কে কিনে নিয়েছে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজিগুলো। আর নিলামের শেষে এই ১০ দলের সবচেয়ে দামি প্রথম তিনজন ক্রিকেটার কে? আসুন দেখেনি এক নজরে। কলকাতা নাইট রাইডার্সের দামি ৩ জক খেলোয়াড় হলেন আন্দ্রে রাসেল। তিনি পাচ্ছেন ১৬ কোটি টাকা। অধিনায়ক শ্রেয়স আইয়ার। তাঁর দাম ১২ কোটি ২৫ লক্ষ টাকা। ৩ নম্বরে রয়েছেন বরুণ চক্রবর্তী। তিনি পেয়েছেন ১২ কোটি টাকা ।
চেন্নাই সুপার কিংসে কিন্তু সবচেয়ে দামি খেলোয়াড়দের তালিকায় প্রথমে আছেন বেন স্টোকস। তাঁকে দেওয়া হচ্ছে ১৬ কোটি ২৫ লক্ষ টাকা। দ্বিতীয় দামি ক্রিকেটার রবীন্দ্র জাদেজা। ফ্র্যাঞ্চাইজি থেকে তিনি পাচ্ছেন ১৬ কোটি টাকা। সিএসকের সবচেয়ে দামি ক্রিকেটারদের তালিকায় ৩ নম্বরে রয়েছেন দীপক চাহার। তিনি পেয়েছেন ১৬ কোটি টাকা। প্রথন তিনি নেই এম এস ধোনি।
RCB-র এ বছর সবচেয়ে দামি ক্রিকেটার হলেন ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি। তাঁর দর ১৫ কোটি টাকা। এর পরেই রয়েছেন অস্ট্রেলিয়ার অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল। তাঁকে দলে রাখা হয়েছে ১১ কোটি দিয়ে। বিরাটের দলের তৃতীয় সর্বোচ্চ মূল্যবান ক্রিকেটার হর্ষল পটেল। তাঁর দাম ১০ কোটি ৭৫ লক্ষ টাকা।
অপর দিকে রোহিতের মুম্বই ইন্ডিয়ানস দলের সব চেয়ে দামি খেলোয়াড় হলেন ক্যামেরন গ্রিন। মিনি নিলামে তিনি পেয়েছেন ১৭ কোটি ৫০ লক্ষ টাকা। দ্বিতীয় ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা। তিনি পাচ্ছেন ১৬ কোটি টাকা। তৃতীয় সর্বোচ্চ মূল্য পেয়েছেন ভারতীয় উইকেটরক্ষকচ ও ব্যাটার ঈশান কিশান। তিনি পেয়েছেন ১৫ কোটি ২৫ লক্ষ টাকা।

পঞ্জাব কিংস দলে রয়েছেন এ বছর আইপিএলের সবচেয়ে দামি ক্রিকেটার। তিনি স্যাম করন। তিনি পেয়েছেন রেকর্ড ১৮ কোটি ৫০ লক্ষ টাকা। পঞ্জাবের দ্বিতীয় সর্বোচ্চ দামি ক্রিকেটার ইংল্যান্ডের লিয়াম লিভিংস্টোন। তাঁর টাকার অঙ্ক ১১ কোটি ৫০ লক্ষ । টাকার অঙ্কে তৃতীয় নম্বরে আছেন কাগিসো রাবাদা। তিনি পেয়েছেন ৯ কোটি ২৫ লক্ষ টাকা।

অন্যদিকে সানরাইজার্স হায়দরাবাদ দলে এ বছর সবচেয়ে বেশি দাম পাচ্ছেন ইংল্যান্ডের ব্যাটার হ্যারি ব্রুক। তাঁকে দেওয়া হচ্ছে ১৩ কোটি ২৫ লক্ষ টাকা। দুই নম্বরে অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর। তাঁর জন্য ৮ কোটি ৭৫ লক্ষ টাকা খরচ করছে দল।এর পর রাহুল ত্রিপাঠী । তিনি পাচ্ছেন ৮ কোটি ৫০ লক্ষ টাকা।

দিল্লি ক্যাপিটালসে এ বছর দামি খেলোয়াড় অধিনায়ক ঋষভ পন্থ। তিনি পাচ্ছেন ১৬ কোটি টাকা। দ্বিতীয় অলরাউন্ডার অক্ষর পটেল। তিনি পাচ্ছেন ১২ কোটি টাকা। তৃতীয় পৃথ্বী শ। তিনি পেয়েছেন ৮ কোটি টাকা । রাজস্থান রয়্যালসে সবচেয়ে দামি ক্রিকেটার সঞ্জু স্যামসন। ১৪ কোটি টাকা পেয়েছেন তিনি। দ্বিতীয় সর্বোচ্চ দামি হলেন ইংল্যান্ডের জস বাটলার। তিনি পেয়েছেন ১০ কোটি টাকা। তৃতীয় প্রসিদ্ধ কৃষ্ণ। পাচ্ছেন ১০ কোটি টাকা।
গুজরাত টাইটানস দলে সবচেয়ে বেশি দাম পাচ্ছেন হার্দিক পান্ডিয়া। তিনি পেয়েছেন ১৫ কোটি টাকা। অপর দিকে যুগ্ম ভাবে প্রথম স্পিনার রশিদ খান। হার্দিকের সঙ্গে তিনিও পাচ্ছেন ১৫ কোটি টাকা। তৃতীয় হিসাবে রাহুল তেওয়াটিয়া পাচ্ছেন ৯ কোটি টাকা। লখনউ সুপার জায়ান্টস দলে এ বছর সবচেয়ে বেশি দর উঠেছে লোকেশ রাহুলের। ভারতীয় ব্যাটার পাচ্ছেন ১৭ কোটি টাকা। দ্বিতীয় নিকোলাস পুরাণকে দলে রেখেছে লখনউ। তিনি পাচ্ছেন ১৬ কোটি টাকা। তৃতীয় মার্কাস স্টোইনিস। তিনি পেয়েছেন ১০ কোটি টাকা।
IPL-এর সব দলের প্রথম ৩ জন দামি ক্রিকেটার কারা? দেখুন এক নজরে
এছারাও সব দলের টাকার অঙ্কে প্রথম তিনি নেই কিন্তু তাঁরা তারকা এমন খেলোয়াড়রা হলেন ধোনি ১২ কোটি, শিখর ধাওয়ান ৯ কোটি, সুনীল নারিন ৬ কোটি, ডেভিড ওয়ার্নার ৬ কোটি ২৫ লক্ষ, হম্মদ শামি পাচ্ছেন ৬ কোটি ২৫ লক্ষ , শুভমন গিল ৮ কোটি টাকা, সূর্যকুমার যাদব ৮ কোটি ও দীনেশ কার্তিক ৫ কোটি ৫০ লক্ষ টাকা পাচ্ছেন।