ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ৪ জুন, জানুন আজকের দিনের নানা উল্লেখযোগ্য ঘটনা

নজরবন্দি ব্যুরো: আজ ৪ জুন, ২০২৩, রবিবার। গ্রেগরীয় বর্ষপুঞ্জি অনুসারে ১৫৫ তম দিন (অধিবর্ষে ১৫৬)। বিভিন্ন ঘটনায় মাধ্যমে একটি সাধারণ দিন স্মরণীয় হয়ে ওঠে। ইতিহাস ঘেটে দেখা যায় বছরের বিভিন্ন দিনেই কোনও না কোনো কারণে উল্লেখযোগ্য। জেনে নিন আজকের দিনে কি ঘটেছিল? বিশিষ্টজনের জন্ম, মৃত্যু সহ গুরুত্বপূর্ণ বিষয়।

আরও পড়ুন: ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ৩ জুন, জানুন আজকের দিনের নানা ঘটনাবলী

জন্ম –

১৯৮৫- জার্মান ফুটবল খেলোয়াড় লুকাস পোডোলস্কি।
১৯৭৬- বিখ্যাত কানাডিয়ান অভিনেতা টিম রজন।
১৯৭৫- আজকের দিনে জন্মগ্রহণ করেন মার্কিন অভিনেত্রী, চলচ্চিত্র নির্মাতা অ্যাঞ্জেলিনা জোলি।
১৯৬১- মার্কিন অভিনেত্রী জুলি হোয়াইট।

ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ৪ জুন, জানুন আজকের দিনের নানা ঘটনাবলী

মৃত্যু –

১৯৮৯- ইরানের ধর্মীয় নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি।
১৯৭১- হাঙ্গেরিয়ান দার্শনিক গোর্গি লুকাস।
১৯৪১- জার্মানির সম্রাট দ্বিতীয় ভিলহেম।
১৯৩১- আরব নেতা ও হেজাজের বাদশা ইবন আলি হুসেইন।

ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ৪ জুন, জানুন আজকের দিনের নানা ঘটনাবলী
ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ৪ জুন, জানুন আজকের দিনের নানা ঘটনাবলী

ঘটনাবলী –

১৯৭০- প্রশান্ত মহাসাগরে ১৬৯টি দ্বীপ নিয়ে গঠিত টোঙ্গা স্বাধীনতা লাভ করে।
১৯৫৫- ভারত ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে সরাসরি টেলিফোন যোগাযোগ স্থাপিত হয়।
১৯৪৬- জুয়ান ফেরোন আর্জেনটিনার প্রেসিডেন্ট নির্বাচিত হন।
১৯৪৩- আর্জেন্টিনায় এক সেনা অভ্যুত্থানে কাস্টিলো ক্ষমতাচ্যুত হন।
১৯৪২- প্রশান্ত মহাসাগরের মিডওয়ে দ্বীপে মিত্রশক্তি ও জাপানের মধ্যে নৌযুদ্ধ শুরু হয়।
১৮৭৬- তুরস্কের সুলতান আবদুল আজিজ আততায়ীর হাতে নিহত হন
১৮৫৯- মেজেন্টা যুদ্ধে ফ্রান্সের কাছে পরাজিত হয় অস্ট্রিয়ানরা।
১৮৪৫- মেক্সিকো-যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরু হয়।
১৮৩০- ক্যালকাটা হাইস্কুল প্রতিষ্ঠিত হয়।
৮৬২- আব্বাসীয় খলিফা মুনতাসির বিল্লাহ নিহত হলে মুস্তাইন ক্ষমতাসীন হন।

ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ৪ জুন, জানুন আজকের দিনের নানা ঘটনাবলী
ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ৪ জুন, জানুন আজকের দিনের নানা ঘটনাবলী

ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ৪ জুন, জানুন আজকের দিনের নানা ঘটনাবলী