নজরবন্দি ব্যুরো: সামাজিক মাধ্যম এখনকার দিনে প্রবল জনপ্রিয়। অনলাইন ম্যাসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে চটজলদি কথা সেরে ফেলা যায়। গত কিছু সময়ে ব্যবহারকারীদের কাছে এই অ্যাপটিকে আকর্ষণীয় করে তুলতে নতুন নতুন ফিচার আনা হয়েছে। এবার আরও একটি ফিচার আসছে। অডিও বার্তায় থাকবে বড় চমক। জেনে নিন বিস্তারিত।
আরও পড়ুন: নারীদের দুর্বলতার জায়গা, লাস্ট মিনিট শপিংয়ে থাকুক ট্রেন্ডিং পাঞ্জাবি
হোয়াটসঅ্যাপে ছবি পাঠানোর ক্ষেত্রে নিরাপত্তা বজায় রাখতে ‘ভিউ ওয়ান্স’ ফিচার আনা হয়েছে। এটি ব্যবহার করলে কেবল একবারই ছবি দেখা যাবে। এমনকি ‘ভিউ ওয়ান্স’-এর ছবি কাউকে শেয়ার বাঁ ফরওয়ার্ড করতে পারবেন না, সংশ্লিষ্ট ব্যবহারকারীর গ্যালারিতেও সেভ হবে না। এই ফিচারটিই এবার আসতে চলেছে অডিও-এর ক্ষেত্রে। অর্থাৎ এবার থেকে কাউকে অডিও পাঠালে বা কেউ আপনাকে অডিও মেসেজ পাঠালে চাইলে এমনভাবেই পাঠাতে পারবেন, যাতে মাত্র একবারই তা শোনা যাবে। তবে জানা গিয়েছে, এই ফিচারটি নিয়ে আপাতত বিটা ভার্সনের জন্য পরীক্ষা চলছে।
সম্প্রতি Whats App-এ একটি নতুন ফিচার যোগ হয়েছে। হোয়াটসঅ্যাপে ব্যবহারকারীরা চ্যানেল খুলতে পারবেন। সেখানে নিজের বানানো ভিডিও, ছবি পোস্ট করতে পারেন। এর মাধ্যমে আপনার বন্ধু কিংবা আত্মীয়দের নিয়মিত আপডেট দিতে পারবেন। এই ফিচার পেতে হলে হোয়াটসঅ্যাপ আপডেট করতে হবে।
তবে অনেকেরই নতুন ফিচারটি পছন্দ হয়নি। তবে জানেন তো আপনি চাইলেই হোয়াটসঅ্যাপ থেকে এই ফিচারটি লুকিয়ে ফেলতে পারেন। রয়েছে একটি সহজ উপায়। প্রথমেই আপনাকে যেতে হবে চ্যাট ব্যাকআপে। এরপর হোয়াটসঅ্যাপ মুছে ফেলতে হবে এবং ফের ডাউনলোড করতে হবে। দ্বিতীয় পদ্ধতির জন্য ভিউ আপডেটস অপশনে ক্লিক করুন। এতে আপনার স্ট্যাটাস উপরের দিকে চলে যাবে এবং চ্যানেলগুলি নীচে চলে যাবে।
Whats App-এ আসছে বড় আপডেট, অডিও বার্তায় এবার নয়া ফিচার
