নজরবন্দি ব্যুরো: ‘আত্মনির্ভর ভারতে নতুন সূর্যোদয় এই নতুন সংসদ ভবন ।’ রবিবার নতুন সংসদ ভবনে দাঁড়িয়ে উদ্বোধনী ভাষণে এমনই জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । ২০১৪ সালে দিল্লির মসনদে বসে আত্মনির্ভর ভারতের বার্তা দিয়েছিলেন মোদী । আজ, নতুন সংসদ ভবনে দাঁড়িয়ে একই সুর শোনা গেল তাঁর গলায়।
আরও পড়ুন: উদ্বোধনের পরও নতুন সংসদ ভবন ঘিরে বিতর্কের ঝড়! কটাক্ষ বিরোধীদের
এদিন সকালেই প্রথম পর্যায়ের অনুষ্ঠানে সেঙ্গেল প্রতিষ্ঠার মধ্যে দিয়ে নতুন ভবনের উদ্বোধন করেন মোদী । এরপর দ্বিতীয় পর্যায়ের অনুষ্ঠানে নতুন সংসদ ভবনে দাঁড়িয়ে তাঁর প্রথম ভাষণ রাখলেন প্রধানমন্ত্রী। মোদী তাঁর ভাষণে বলেন, প্রতিটি দেশের উন্নয়নের জয়যাত্রার মাঝে কিছু মুহূর্ত ঐতিহাসিক হয়ে যায়।
আজ ২৮ মে তেমনই একটি দিন, বলে মন্তব্য করেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, “নয়া সংসদভবন শুধু একটি ভবনই নয়। এটি ১৪০ কোটি মানুষের আশা আকাঙ্খার বিষয়। এটা বিশ্বকে জানান দেয় ভারতের সংকল্পের কথা। এই নয়া সংসদভবন স্বনির্ভর ভারতের উত্থানের সাক্ষী হয়ে থাকবে।
বহু বছরের বিদেশী শাসন আমাদের গর্বকে ছিনিয়ে নিয়েছিল। আজ সেই ঔপনিবেশিক ভাবনা সরিয়ে দিয়েছে ভারত। নতুন সংসদ ভবনটি হবে আত্মনির্ভর ভারত এর ভোরের প্রমাণ। এটি একটি বিকশিত ভারত এর দিকে আমাদের যাত্রার সাক্ষী হবে”।
নতুন সংসদ ভবন নবীনের প্রতীক, নয়া ভবন থেকে আর কী বার্তা দিলেন মোদী
প্রধানমন্ত্রী সংসদ ভবন সম্পর্কে আরও বলেন, “নতুন সংসদ ভবন নবীনের প্রতীক। তাই এই ভবনের কাজ আধুনিক হবে”। তাঁর কথায়, “ভারত এগোলেই বিশ্ব এগিয়ে যাবে। ভারতের উন্নয়ন বিশ্বকে এগিয়ে নিয়ে যাবে। আর পিছনে ফিরে তাকাবে না ভারত”।