দলের জয়ে খুশি, কিন্তু চিন্তার ভাঁজ কুয়াদ্রাতের কপালে, কারণ জানালেন তিনি
what did Cuadrat say after the game

নজরবন্দি ব্যুরো: গত ২৫ সেপ্টেম্বর ঘরের মাঠ যুবভারতী ক্রীড়াঙ্গনে একাধিক গোলের সুযোগ হারিয়ে জামশেদপুর এফসি-র বিরুদ্ধে তিন পয়েন্ট মাঠে ফেলে এসেছিল লাল-হলুদ। তবে এবার একেবারে শেষ মুহূর্তে খেলা বদলে দিলেন ক্লেইটন সিলভা । শনিবার অর্থাৎ ৩০ সেপ্টেম্বর হায়দরাবাদ এফিস-র বিরুদ্ধে পিছিয়ে গিয়েও ক্লেইটনের গোলে সমতা ফিরেছিল।

আরও পড়ুন: বিদেশের ক্রিকেটারদের চোখে এবার বিশ্বকাপে ফেভারিট ভারত, কে কী বললেন জানুন

Carles Cuadrat: দলের জয়ে খুশি, কিন্তু চিন্তার ভাঁজ কুয়াদ্রাতের কপালে, কারণ জানালেন তিনি

আর শেষ দিকে সেই ব্রাজিলিয়ানের গোলেই এল জয়। ফলে আইএসএলের শুরুটাও ভাল হয়েছে ইস্টবেঙ্গলের। কিন্তু এখনই দলকে আত্মতুষ্ট হতে দিতে নারাজ কোচ কার্লেস কুয়াদ্রাত। তাঁর মতে, এখনও প্রতিযোগিতা প্রচুর বাকি। অনেক ভুলভ্রান্তি শোধরাতে হবে তাঁদের। এদিন লাল-হলুদ কোচ বলেন,

দলের জয়ে খুশি, কিন্তু চিন্তার ভাঁজ কুয়াদ্রাতের কপালে, কারণ জানালেন তিনি

“আমরা অনেক ভুল করেছি। চাপের মুখে ছেলেরা ভুল পাস করেছে। আক্রমণে ওঠার সময়ও এটা হচ্ছে। আমাদের এগুলো শোধরাতে হবে। এই ম্যাচে আমাদের সামনে বেশি সুযোগ আসেনি। তবে ফুটবলে এমন হতেই পারে। সাজঘরে আমরা আলোচনা করছিলাম যে, আমাদের আরও শক্তিশালী হয়ে উঠতে হবে। গত মরশুমে ওদের বিরুদ্ধে এক গোলের ব্যবধানে হেরেছিলাম আমরা। এখন আর সে রকম খেললে চলবে না”।

দলের জয়ে খুশি, কিন্তু চিন্তার ভাঁজ কুয়াদ্রাতের কপালে, কারণ জানালেন তিনি

Carles Cuadrat: দলের জয়ে খুশি, কিন্তু চিন্তার ভাঁজ কুয়াদ্রাতের কপালে, কারণ জানালেন তিনি

অপর দিকে জয়ের নায়ক ক্লেটন ম্যাচের পর বলেছেন, “অনেক দিন পরে গোল করতে পেরে খুবই ভাল লাগছে। এই জায়গায় আসার চেষ্টা করছিলাম অনেক দিন ধরেই। অবশেষে নিজের স্বাভাবিক ছন্দে ফিরে ও দলকে জেতাতে পেরে ভাল লাগছে।”