২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের প্রশাসনিক মহলে বড়সড় নড়াচড়া। রাজ্য পুলিশের শীর্ষস্তরে একযোগে রদবদল করা হল ২৩ জন আইপিএস এবং ৩ জন ডব্লিউবিপিএস আধিকারিককে। এই সিদ্ধান্ত ঘিরে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে জোর আলোচনা শুরু হয়েছে। যদিও প্রশাসনের তরফে জানানো হচ্ছে, এটি রুটিন বদলি প্রক্রিয়ারই অংশ, তবে ভোটের মুখে এত বড় রদবদলকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন পর্যবেক্ষকরা।
নতুন নির্দেশিকা অনুযায়ী, বিভিন্ন জেলা, রেঞ্জ এবং একাধিক পুলিশ কমিশনারেটে গুরুত্বপূর্ণ পদে পরিবর্তন আনা হয়েছে। মেদিনীপুর রেঞ্জের ডিআইজি অনুপ জয়সওয়ালকে রাজ্য সিআইডি-র আইজিপি পদে নিযুক্ত করা হয়েছে। অরিজিৎ সিনহাকে মেদিনীপুর রেঞ্জের ডিআইজি পদে বহাল রাখার পাশাপাশি জঙ্গলমহল ব্যাটেলিয়নের অতিরিক্ত দায়িত্বও দেওয়া হয়েছে।
কালিম্পংয়ের পুলিশ সুপার শ্রীহরি পাণ্ডেকে উত্তরবঙ্গ আইবি বিভাগের ডিআইজি পদে দায়িত্ব দেওয়া হয়েছে। হাওড়া পুলিশ কমিশনারেটের ডিসি সেন্ট্রাল বিশ্বজিৎ মাহাতোকে স্থানান্তরিত করে বিধাননগর পুলিশ কমিশনারেটে ডিসি স্পেশাল ব্রাঞ্চ (এসবি) পদে পাঠানো হয়েছে। হাওড়া পুলিশ কমিশনারেটের ডিসি ট্রাফিক সুজাতা কুমারী বীণাপানিকে একই কমিশনারেটের ডিসি হেডকোয়ার্টার পদে বসানো হয়েছে।
এই রদবদলের আওতায় হাওড়া, বিধাননগর, ব্যারাকপুর, আসানসোল, শিলিগুড়ি, চন্দননগর-সহ একাধিক পুলিশ কমিশনারেটের শীর্ষ পদে বদল হয়েছে। ফলে আইনশৃঙ্খলা রক্ষা, গোয়েন্দা তৎপরতা ও প্রশাসনিক সমন্বয়ের ক্ষেত্রে নতুন করে দায়িত্ব বণ্টন করা হল বলে মনে করছেন পুলিশ আধিকারিকদের একাংশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বদলি হওয়া আধিকারিকরা খুব শীঘ্রই তাঁদের নতুন দায়িত্ব গ্রহণ করবেন। নির্বাচনের আগে এই রদবদলের মাধ্যমে রাজ্য জুড়ে আইনশৃঙ্খলা ও প্রশাসনিক প্রস্তুতি আরও জোরদার করাই লক্ষ্য, এমনটাই ইঙ্গিত দিচ্ছে West Bengal Police-এর অন্দরের মহল।











