মেঘলা আকাশ, কলকাতায় কালবৈশাখীর সম্ভাবনা, তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস
Weather update in west bengal

নজরবন্দি ব্যুরো: সকাল থেকেই মেঘলা আকাশ! সূর্যের মুখ সেই ভাবে দেখা যাচ্ছে না! কলকাতা সহ বেশ কয়েকটি জায়গায় ইতিমধ্যেই দেখা মিলেছে বৃষ্টির। আবহাওয়া দফতর জানিয়েছে, শহরের আজ কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। পাশাপাশি তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হওয়া অফিস। আজ অর্থাৎ, শুক্রবার থেকেই বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস আগেই দিয়েছিল আবহাওয়া দফতর। পাশাপাশি রাজ্যের একাধিক জায়গায় জারি হয়েছে হলুদ সতর্কতা! জানুন আজকের আবহাওয়ার পূর্বাভাস…

আরও পড়ুন: IPL: উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন অরিজিৎ সিং, নিজেই জানালেন সোশ্যাল মিডিয়ায়

মেঘলা আকাশ, কলকাতায় কালবৈশাখীর সম্ভাবনা, তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস

আবহাওয়া দফতর সূত্রের খবর, কলকাতায় আজ, শুক্রবার সকাল থেকেই মেঘলা আকাশ। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। শুক্র ও শনিবার- দু’দিনই ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি হতে পারে কালবৈশাখীও। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ, নদিয়া ও দুই ২৪ পরগনায় এবং আগামীকাল পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়ায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে সঙ্গে ঝোড়ো হাওয়া।

মেঘলা আকাশ, কলকাতায় কালবৈশাখীর সম্ভাবনা, তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস

এদিকে, উত্তরবঙ্গের ক্ষেত্রে আজ, শুক্রবার দার্জিলিং ও জলপাইগুড়ি জেলায় ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। তাছাড়াও শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি এই পাঁচ জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি চলবে।

মেঘলা আকাশ, কলকাতায় কালবৈশাখীর সম্ভাবনা, তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস

মেঘলা আকাশ, কলকাতায় কালবৈশাখীর সম্ভাবনা, তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস

আজ, শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে পৌঁছে যাওয়ার সম্ভাবনা রয়েছে।