মাধ্যমিক পরীক্ষার্থী পিছু ১০ টাকা অনুদান! কি হবে এই টাকায়? প্রশ্ন উঠতেই ব্যাখ্যা পর্ষদের
WBBSE President Comments On Grant For Madhyamik Examinee

নজরবন্দি ব্যুরো: মাধ্যমিক পরীক্ষার্থী পিছু ১০ টাকা করে অনুদান ঘোষণা করেছিল মধ্য শিক্ষা পর্ষদ। কিন্তু পর্ষদের এই ঘোষণার পর থেকেই একাধিক প্রশ্ন উঠতে থাকে অভিভাবক থেকে শিক্ষকদের মধ্যে! পড়ুয়া পিছু মাত্র ১০ টাকায় কী হয়? আজকের দিনে ১০ টাকার মূল্য কী? আবার অনেকের কথায় বড়জোর একটি করে পেন বা একটি ছোট জলের বোতল দেওয়া যাবে এই টাকায়! আর এরপরেই একাধিক প্রশ্নের উত্তরে ব্যাখ্যা দেয় মধ্য শিক্ষা পর্ষদ।

আরও পড়ুন: রাতভর জেগে থাকেন? এই সহজ নিয়মগুলি মানলেই ভালো মত ঘুম হবে…

প্রসঙ্গত, মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য পড়ুয়া পিছু ১০ টাকা করে অনুদান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মধ্য শিক্ষা পর্ষদ। চলতি সপ্তাহের শুক্রবার একটি বিজ্ঞপ্তি জারি করে মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে জানানো হয়েছে যে, পরীক্ষার্থীরা যাতে ঠিকঠাকভাবে পরীক্ষায় বসতে পারে, তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তাছাড়াও পড়ুয়া পিছু ১০ টাকা হিসেবে যে পরিমাণ অর্থ হবে, সেই টাকা স্কুলের ফান্ডে পাঠিয়ে দেওয়া হবে বলেই জানিয়েছে পর্ষদ।

মাধ্যমিক পরীক্ষার্থী পিছু ১০ টাকা অনুদান, ব্যাখ্যা পর্ষদের
মাধ্যমিক পরীক্ষার্থী পিছু ১০ টাকা অনুদান, ব্যাখ্যা পর্ষদের

এরপরেই একের পর এক প্রশ্ন উঠতে থাকে শিক্ষামহলে। তারপরেই একাধিক প্রশ্নের মুখে পরে ব্যাখ্যা দেন পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। তিনি বলেন, “পরীক্ষার্থী পিছু ১০ টাকা হিসেবে না ধরে, এটির সামগ্রিক প্রয়াসকেই গুরুত্ব দিন। এটি কোনও একক সিদ্ধান্ত নয়। বরং ২০২২ সাল থেকে পরীক্ষা কেন্দ্র, পরীক্ষা ব্যবস্থা, অনলাইন সাবমিশন, শিক্ষক ও শিক্ষাকর্মীদের সাম্মানিক, মনিটরিং ব্যবস্থা নিয়ে আসা হয়েছে। এই সবগুলিই হল গোটা প্রক্রিয়ার অঙ্গ। আমরা পর্ষদের তরফে ছাত্রছাত্রীদের জন্য বোর্ডের পাশে গিয়ে দাঁড়াই।”

মাধ্যমিক পরীক্ষার্থী পিছু ১০ টাকা অনুদান, ব্যাখ্যা পর্ষদের

তিনি আরও বলেন, “আমরা যদি এক বেলার, এক বার, এক দিনের জন্যও পাশে দাঁড়াতে পারি! সেতাই আমাদের কাছে অনেক। আচ্ছা ধরুন কোনও স্কুলে যদি ৫০০ পড়ুয়া থাকে, তাহলে সেখানে মোট ৫ হাজার টাকা যাবে। আর এই অনুদানের টাকা দিয়ে স্কুল কর্তৃপক্ষ অনেক কাজে ব্যবহার করতে পারবে।”

মাধ্যমিক পরীক্ষার্থী পিছু ১০ টাকা অনুদান, ব্যাখ্যা পর্ষদের

মাধ্যমিক পরীক্ষার্থী পিছু ১০ টাকা অনুদান, ব্যাখ্যা পর্ষদের