রোহিত যে কী কী ভুলে যায়, কী আর বলব! অধিনায়কের এই স্বভাবের কথা অনেক আগেই বলেছিলেন বিরাট
Virat had already said that Rohit forgets what

নজরবন্দি ব্যুরোঃ নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৩ ম্যাচের সিরিজে ব্যাক-টু-ব্যাক দুই ম্যাচে জিতে সিরিজ দখল করেছে ভারত। গতকাল রায়পুরে ভারতীয় বোলারদের দাপটে ১০৮ রানেই শেষ হয়ে গিয়েছিল কিউইদের ইনিংস। পরে ব্যাট করে ২ উইকেট হারিয়েই প্রয়োজনীয় রান তুলে নেয় রোহিত বাহিনী।

আরও পড়ুনঃ ম্যাচ জিতিয়ে সাংবাদিকের প্রশ্নে তেলে বেগুনে জ্বলে উঠলেন সামি, কিন্তু কেন?

কিন্তু এই ম্যাচের আগে টস করতে গিয়ে এক কান্ড ঘটিয়েছেন অধিনায়ক রোহিত। কি সেই কান্ড? টস জেতার পর রোহিত ভুলেই গিয়েছিলেন যে, তিনি প্রথমে ব্যাটিং না বোলিংয়ের সিদ্ধান্ত নেবেন। বেশ কিছু সময় পর তিনি তাঁর সিদ্ধান্ত জানান। যা নিয়ে বেশ মজা পেয়েছিলন নিউজিল্যান্ডের অধিনায়ক ম্যাচ রেফারী শ্রীনাথ সহ ধারভাস্যকার রবিশাস্ত্রী।

রোহিত যে কী কী ভুলে যায়, কী আর বলব! অধিনায়কের এই স্বভাবের কথা অনেক আগেই বলেছিলেন বিরাট

আর সেই ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। কিন্তু রোহিত যে ভুলোমনা সেকথা অনেক আগেই বলেছেন বিরাট। কি বলেছিলেন বিরাট? সেই অনুষ্ঠানে বিরাট বলেন, ‘রোহিত যে কী কী ভুলে যায়, কী আর বলব! রোহিতের মতো ভুলোমনা কাউকে দেখিনি। আইপ্যাড থেকে শুরু করে ওয়ালেট, ফোন! ছোটখাটো কোনও জিনিস নয়।

রোহিত যে কী কী ভুলে যায়, কী আর বলব! অধিনায়কের এই স্বভাবের কথা অনেক আগেই বলেছিলেন বিরাট

প্রতিদিনের ব্যবহারের অপরিহার্য জিনিসই ও ভুলে যায়। ওর হাবভাব থাকে, আমি পরোয়া করি না। নতুন একটা নিয়ে নেব। ওর কোনও ধারনাই নেই যে, ও কী কী ফেলে আসে। বাস হোটেল ছেড়ে মাঝ রাস্তায় চলে আসার পর রোহিতের মনে পড়ে সব।

রোহিত যে কী কী ভুলে যায়, কী আর বলব! অধিনায়কের এই স্বভাবের কথা অনেক আগেই বলেছিলেন বিরাট

Virat Kohli: রোহিত যে কী কী ভুলে যায়, কী আর বলব! অধিনায়কের এই স্বভাবের কথা অনেক আগেই বলেছিলেন বিরাট

বলে উঠবে, আমি প্লেনে আইপ্যাড ফেলে এসেছি। বেশ কয়েকবার পাসপোর্টও ও ফেলে এসেছে। এগুলো পাওয়া খুবই কঠিন হয়ে যায়। আমাদের লজিস্টিকাল ম্যানেজার সবসময় বলে, ‘রোহিত শর্মার সব জিনিস সঙ্গে আছে তো? ও হ্যাঁ বলার পরেই বাস ছাড়ে।’