নজরবন্দি ব্যুরোঃ নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৩ ম্যাচের সিরিজে ব্যাক-টু-ব্যাক দুই ম্যাচে জিতে সিরিজ দখল করেছে ভারত। গতকাল রায়পুরে ভারতীয় বোলারদের দাপটে ১০৮ রানেই শেষ হয়ে গিয়েছিল কিউইদের ইনিংস। পরে ব্যাট করে ২ উইকেট হারিয়েই প্রয়োজনীয় রান তুলে নেয় রোহিত বাহিনী।
আরও পড়ুনঃ ‘নোরা চাইতেন আমার সাথে জ্যাকলিনের সম্পর্ক ভেঙে তাঁর সঙ্গে থাকুন’ এবার বিস্ফোরক সুকেশ
এই ম্যাচে তিনটি উইকেট নেন মোহাম্মদ সামি। এছাড়া হার্দিক পান্ডিয়া এবং ওয়াশিংটন সুন্দরের উইকেট দুইটি করে। ভারতীয় দলের ওপর দুই বোলার শার্দূল ঠাকুর এবং কুলদীপ যাদব একটি করে উইকেট পান। ভারতীয় দলের এই দুর্দান্ত জয়ের পর সাংবাদিক সম্মেলনে আসেন বেস্ট বোলার মোহাম্মদ সামি।

সেখানেই এক প্রশ্নের উত্তরে মাঠে বোলিংয়ের মতই ঝলসে ওঠে মোহাম্মদ সামির মুখ। সাংবাদিক প্রশ্ন করে ঘরের মাঠে ৫০ ওভার বিশ্বকাপের জন্য ঠিক পথে আছে? ভারতীয় পেস বোলার সময় নষ্ট না করে সপাটে উত্তর দেন সেই সাংবাদিককে। শামি বলেন, ‘দেখুন, আমার মনে হয় না, মানুষের ভারতীয় দলকে নিয়ে কোনও সন্দেহ আছে বলে।
ম্যাচ জিতিয়ে সাংবাদিকের প্রশ্নে তেলে বেগুনে জ্বলে উঠলেন সামি, কিন্তু কেন?
বিগত ৪-৬ বছরে এত ভালো রেজাল্ট করেছি, এরপরেও যদি আপনার সন্দেহ থাকে, বা আপনি বিশ্বকাপ নিয়ে ভাবেন, তাহলে বলব এখনও আমাদের হাতে অনেক সময় রয়েছে। প্র্যাকটিসের জন্য আমাদের সামনে অনেক সিরিজ আছে। সেখানে ম্যাচ খেলতে পারব। প্লেয়ারদের জানতে পারব। যেহেতু আমাদের হাতে সময় আছে, সেহেতু আমরা ম্যাচ ধরে ধরে ভাবব। এতেই ভালো হবে।’