নজরবন্দি ব্যুরো: বাংলায় আরও একটি বন্দে ভারত এক্সপ্রেস চালু হতে চলেছে। হাওড়া এবং পুরীর মধ্যে যাতায়াত করবে ট্রেনটি। সুবিধা বাড়বে যাত্রীদের। গত এপ্রিল মাসেই ট্রায়াল রান দেওয়ার পর হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেস সবুজ সংকেত পায়। হাওড়া থেকে যাত্রা শুরু করে মাত্র সাড়ে পাঁচ ঘণ্টার মধ্যেই পৌঁছে যাওয়া যাবে পুরী। বাংলায় কবে থেকে চালু হবে এই রেল পরিষেবা, দিনক্ষণ ঘোষণা করল রেল।
আরও পড়ুন: Weather Update: বাড়ছে অস্বস্তিকর গরম! সকাল থেকেই বঙ্গে তাপপ্রবাহ, উর্দ্ধমুখী তাপমাত্রার পারদ
গত ২৮ এপ্রিল ট্রেনটি হাওড়া আসার পর ট্রায়াল রান দিয়ে সবুজ সংকেত পায়। যাত্রা সম্পূর্ণ হয় মাত্র ৫ ঘণ্টা ২৫ মিনিটে। সকাল ৬ টা ২০ মিনিটে হাওড়া থেকে ছেড়ে বেলা ১২ টা ৩৫ মিনিট নাগাদ পুরী পৌঁছায়। সেখান থেকে আবার ১ টা ৫০ মিনিটে ছেড়ে রাত ৮ টা ৩০ মিনিটে হাওড়া এসে পৌঁছায়। হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেসে ১৪ টি এসি চেয়ারকার, ২ টি এক্সিকিউটিভ চেয়ারকার থাকছে। একসঙ্গে যাত্রা করতে পারবেন ১ হাআর ১২৮ জন যাত্রী। যাত্রাপথে খড়গপুর, ভদ্রক, বালাসোর, কটক, ভুবনেশ্বর ও খুরদা রোডে দাঁড়াবে ট্রেনটি। রেল সূত্রে খবর, আগামী ১৫ মে থেকে শুরু হবে এই পরিষেবা। আনুষ্ঠানিকভাবে চালু হবে বাংলার দ্বিতীয় বন্দে ভারত এক্সপ্রেস।
সারা ভারতজুড়ে রেল ৪০০ টি সেমি হাইস্পিড বন্দে ভারত এক্সপ্রেস চালানোর পরিকল্পনা নিয়েছে। গত ডিসেম্বর মাসে চালু হয়েছে হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস। এই ট্রেনটির উদ্বোধনী অনুষ্ঠানে কলকাতায় উপস্থিত থাকার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। কিন্তু তাঁর মায়ের প্রয়াণে কর্মসূচিতে বদল আসে এবং ভার্চুয়ালি ট্রেনটির উদ্বোধন করেছিলেন।

রাজ্যের প্রথম সেমি হাইস্পিড এই ট্রেন বন্দে ভারত এক্সপ্রেস চালু হওয়ার পর যাত্রীদের বেশ সুবিধা হয়েছে বলেই জানানো হয়েছে রেলের তরফে। কিন্তু একাধিক অপ্রীতিকর ঘটনাও ঘটেছে। বন্দে ভারত এক্সপ্রেস চালু হওয়ার কয়েকদিনের মধ্যেই পাথর ছোঁড়ার ঘটনা ঘটে। তবে পরিস্থিতি সামলে নেওয়া হয়। এবার হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেস চালু হলে তীর্থযাত্রীরা বিশেষ সুবিধা পাবেন বলেই ধারণা রেলের। পাশাপাশি তাঁদের যাত্রার অভিজ্ঞতাও সুন্দর হবে।
বাংলায় চালু হবে দ্বিতীয় বন্দে ভারত এক্সপ্রেস, চলবে হাওড়া থেকে পুরী পর্যন্ত
