25th ডিসেম্বর, 2025 (বৃহস্পতিবার) - 1:02 অপরাহ্ন
17 C
Kolkata

১৪ বছরেই রেকর্ডের পাহাড়, বৈভবকে জাতীয় দলে নেওয়ার পক্ষে সওয়াল শশী থারুরের

শচীন তেণ্ডুলকরের সঙ্গে তুলনা টেনে গম্ভীর–আগরকরকে বার্তা: ‘আর কত অপেক্ষা?’

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

ভারতীয় ক্রিকেটে ফের এক ‘বিস্ময় বালক’-এর আবির্ভাব। বয়স মাত্র ১৪ বছর, কিন্তু মাঠে নামলেই রেকর্ড ভাঙা-গড়ার গল্প। বিজয় হাজারে ট্রফিতে দুর্দান্ত ব্যাটিং করে দেশজুড়ে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন বৈভব সূর্যবংশী। তাঁর এই নজরকাড়া পারফরম্যান্সে মুগ্ধ হয়ে এবার সরাসরি জাতীয় দলে সুযোগ দেওয়ার দাবি তুললেন কংগ্রেস সাংসদ শশী থারুর

রাঁচিতে আয়োজিত বিজয় হাজারে ট্রফির ম্যাচে অরুণাচল প্রদেশের বিরুদ্ধে বিহারের হয়ে ব্যাট করতে নেমে কার্যত ঝড় তুলেছিলেন বৈভব। মাত্র ৩৬ বলে সেঞ্চুরি করে প্রথম শ্রেণির ক্রিকেটে বিশ্বের সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান হিসেবে ইতিহাস গড়েন তিনি। শেষ পর্যন্ত ৮৪ বলে ১৯০ রান করে আউট হন বৈভব। তাঁর ইনিংসে ছিল ১৬টি চার ও ১৫টি ছক্কা—শুধু বাউন্ডারি থেকেই আসে ১৫৪ রান।

এর আগেও যুব এশিয়া কাপে সেঞ্চুরি করে নজর কাড়েন বৈভব। যদিও ফাইনালে তাঁর ব্যাট বড় ইনিংস দিতে পারেনি এবং ভারত সেই ম্যাচে পাকিস্তানের কাছে হেরে যায়। তবে দেশে ফিরেই বিজয় হাজারে ট্রফিতে যেভাবে তিনি আধিপত্য দেখালেন, তা নির্বাচকদের নজর এড়ানো কঠিন বলেই মনে করছেন ক্রিকেটবিশেষজ্ঞরা।

১৪ বছরেই রেকর্ডের পাহাড়, বৈভবকে জাতীয় দলে নেওয়ার পক্ষে সওয়াল শশী থারুরের
শচীনের সঙ্গে তুলনা

এই পারফরম্যান্সের পরই সামাজিক মাধ্যমে পোস্ট করে শশী থারুর লেখেন,
“ভারতীয় ক্রিকেট এক অসাধারণ মুহূর্তের সাক্ষী। শেষবার ১৪ বছর বয়সে এমন প্রতিভা দেখা গিয়েছিল—তার নাম ছিল শচীন তেণ্ডুলকর। এরপর বাকিটা ইতিহাস। নির্বাচকরা আর কীসের অপেক্ষা করছেন? বৈভব সূর্যবংশীকে জাতীয় দলে সুযোগ দেওয়া হোক।”

শুধু মন্তব্যেই থেমে থাকেননি থারুর। তিনি পোস্টে ট্যাগ করেছেন ভারতীয় দলের হেড কোচ গৌতম গম্ভীর এবং প্রধান নির্বাচক অজিত আগরকর-কেও। ফলে বিষয়টি যে নিছক প্রশংসায় সীমাবদ্ধ নয়, তা স্পষ্ট।

অবশ্য এত কম বয়সে জাতীয় দলে সুযোগ দেওয়া উচিত কি না, তা নিয়ে মতভেদ থাকছেই। তবে একথা অস্বীকার করার উপায় নেই—বৈভব সূর্যবংশীর ব্যাটিং ভারতীয় ক্রিকেটকে ভবিষ্যতের এক উজ্জ্বল সম্ভাবনার ঠিকানা দেখাচ্ছে। থারুরের এই প্রকাশ্য আহ্বান নির্বাচকদের সিদ্ধান্তে কতটা প্রভাব ফেলবে, তার উত্তর আপাতত সময়ের হাতেই।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত

Discover more from Najarbandi | Get Latest Bengali News, Bangla News, বাংলা খবর

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading