অর্ক সানাঃ কিছুদিন ধরেই ত্রিপুরায় নির্বাচন ঘিরে সরগরম রাজনৈতিক মহল। বিজেপি যেভাবে ভাবছিল নির্বাচন যে ঠিক সেভাবে হচ্ছেনা তা তাঁদের প্রচার কৌশলেই পরিষ্কার। অন্যদিকে তৃণমূল অনেক চেষ্টা করলেও ভোট বাক্সে সেই চেষ্টার প্রতিফলন হওয়ার সম্ভাবনা নৈব নৈব চ। অভিষেক বন্দোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল ত্রিপুরায় নিজেদের ভিত কিছুটা শক্ত করলেও তা এখনও কিছুটা দলের শৈশব অবস্থার মতই।
আরও পড়ুনঃ বাম-কংগ্রেসের সঙ্গেই জোট করবেন প্রদ্যোৎ! জল্পনা বাড়ালেন নিজেই
একদিকে দুই চিরপ্রতিদ্বন্দ্বী কংগ্রেস এবং সিপিআইএম জোট গড়েছে, ত্রিপুরায় এখন ট্রেন্ডিং ‘বামগ্রেস’, প্রাথমিকভাবে এগিয়ে থাকলেও ৬০ আসনের ত্রিপুরায় ৩০+ পাওয়ার অঙ্কে কিছুটা প্রতিকূলতা দেখতে পেয়ে বিজেপি তাঁদের সর্বোচ্চ নেতৃত্বকে মাঠে নামিয়েছিল। পাশাপশি উপজাতীয় দল TIPRA বেশ ভাল রকম ভোট কাটার সম্ভাবনা। কমবেশি উপজাতি ভোটের ৮০ শতাংশ একাই দখলে রাখবে টিপরা মোথা।
লড়াই ত্রিমুখী হলেও এবার সরকার গঠনের জন্য এক্স ফ্যাক্টর হতে পারে প্রদ্যোৎ মানিক্য দেববর্মার দল তিপ্রা মোথা। কিন্তু কাকে সমর্থন করবেন প্রদ্যোৎ? নির্বাচনের দিনে আরও একবার বোমা ফাটালেন রাজ পরিবারের অন্যতম সদস্য। বাম-কংগ্রেসের সঙ্গেই জোট করবেন প্রদ্যোৎ? সরাসরি না বললেও প্রদ্যোৎ বুঝিয়ে দেন নির্বাচন পরবর্তী সমঝোতায় তাঁর দল থাকবে বামেদের সাথেই। এদিকে ভোট শেষ হওয়ার পর ইতিমধ্যেই সামনে এসেছে এক্সিট পোল।

২০১৮ সালে এই রাজ্যে বিজেপি পেয়েছিল ৩৬ টি আসন। এবার একাধিক ইস্যুতে জেরবার বিজেপির ক্লিন ভাবে ম্যাজিক সংখ্যা পার করার সম্ভাবনা কম। ভোট পরবর্তী সমীক্ষা বলছে বিজেপি পেতে পারে ২৮ টি আসন। সিপিআইএম পেতে পারে ১৪ টি আসন। কংগ্রেস পেতে পারে ৪ টি আসন। এবং টিপরা মোথা পেতে পারে ১৩ টি আসন। একটি আসন পেতে পারেন বাম কংগ্রেস সমর্থিত নির্দল প্রার্থী।
মহারাজা প্রদ্যোত দেববর্মার দল মূলত এক্স ফ্যাক্টর হতে চলেছে এই নির্বাচনে। এক্সিট পোলের হিসেব যদি মিলে যায় তাহলে, বাম কংগ্রেস জোটের ১৯ টি আসনের সাথে টিপরা মোথার ১৩ টি আসন যোগ করলে তা ম্যাজিক ফিগার পার করতে পারে। অন্য দিকে বিজেপিকে থেমে যেতে হচ্ছে ম্যাজিক সংখ্যার ২ টি আসন আগেই। সূত্রের খবর বাম জোট যদি ক্ষমতায় আসে তাহলে মুখ্যমন্ত্রী হতে পারেন জীতেন চৌধুরী।
বাম জোট এবং টিপরা মোথার ধাক্কায় ক্ষমতা হারাতে পারে বিজেপি, কে কত আসন?
সব মিলিয়ে বিজেপি বিরোধীরা ৩০-৩২ টি আসন পাওয়ার সম্ভাবনা, কাজেই এককভাবে বিজেপির পক্ষে ৩০+ করা কিছুটা মুশকিল এবার। যদিও ভোট গ্রহণের যে ভয়াবহ চিত্র সামনে তাঁর প্রতিফলন যদি ভোটবাক্সে হয় তাহলে বিজেপি ৩৫+ নিশ্চিত কিন্তু ভোট যদি স্বাভাবিকভাবে হয়? উত্তর মিলবে ফলাফলের দিন!