প্রতিদিন একতিল করে বাড়ছে শিবলিঙ্গ, বাংলার এই পাহাড়ের অজানা কাহিনী শুনলে অবাক হবেন

নজরবন্দি ব্যুরো: সবেমাত্র এপ্রিল মাস, এখনই গরমের দাবদাহে প্রাণ ওষ্ঠাগত বঙ্গবাসীর। কিন্তু ভ্রমণপ্রেমীদের জন্য কোনওকিছুই বাধা নয়। ছুটিতে কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান করছেন! তাহলে এবারের গন্তব্য হোক মামা-ভাগ্নে পাহাড়। অনেকেই নাম শুনেছেন। তবে জানেন কি এই পাহাড় ঘিরে রয়েছে নানা পৌরাণিক কাহিনী।

আরও পড়ুন: Travel Destination: মাত্র ১৫০০ টাকায় ঘুরে আসুন ‘কাশ্মীর, পাহাড়-ঝর্না-জঙ্গল একসঙ্গেই দেখে নিন

বীরভূমের দুবরাজপুরে অবস্থিত মামা-ভাগ্নে পাহাড়। এখানে দুটি বিশালাকৃতি পাথর রয়েছে যার একটির নাম ‘মামা’ ও অপরটির নাম ‘ভাগ্নে’। দুটির উচ্চতা দু’রকম। ‘মামা’ পাহাড়ের উচ্চতা ১৫ ফুট এবং ‘ভাগ্নে’ পাহাড়ের উচ্চতা ১২ ফুট। দেখলে মনে হবে যেন ব্যালেন্সের খেলা। পাহাড়ের চারিপাশ জঙ্গলে ঘেরা। এই দুই বিশালাকৃতি পাহাড়ের উল্লেখযোগ্য বিষয় হল কোনও প্রাকৃতিক বিপর্যয় এই পাহাড়ের কোনও ক্ষতি করতে পারেনি। এখানেই হয়েছিল সত্যজিৎ রায়ের ‘গুপি গাইন বাঘা বাইন’ ছবির শুটিং।

Travel Destination: প্রতিদিন একতিল করে বাড়ছে শিবলিঙ্গ, বাংলার এই পাহাড়ের অজানা কাহিনী শুনলে অবাক হবেন

প্রতিদিন একতিল করে বাড়ছে শিবলিঙ্গ, ঘুরে আসুন মামা ভাগ্নে পাহাড়ে

Travel Destination: প্রতিদিন একতিল করে বাড়ছে শিবলিঙ্গ, বাংলার এই পাহাড়ের অজানা কাহিনী শুনলে অবাক হবেন
প্রতিদিন একতিল করে বাড়ছে শিবলিঙ্গ, ঘুরে আসুন মামা ভাগ্নে পাহাড়ে

‘মামা ভাগ্নে’ পাহাড় ঘিরে নানা পৌরাণিক কাহিনী প্রচলিত রয়েছে। শোনা যায়, রামচন্দ্র যখন সেতু বন্ধনের জন্য হিমালয় থেকে পাথর নিয়ে যাচ্ছিলেন সেইসময় কিছু অংশ পড়ে গিয়ে এই পাহাড়ের উৎপত্তি হয়েছে। আবার কারও মতে, মহাদেবের নির্দেশে বিশ্বকর্মা যখন দ্বিতীয় কাশী তৈরি করছিলেন সেই সময় কয়েকটি পাথর এখানে পড়ে যায় এবং মামা ভাগ্নে পাহাড়ের সৃষ্টি হয়।

প্রতিদিন একতিল করে বাড়ছে শিবলিঙ্গ, ঘুরে আসুন মামা ভাগ্নে পাহাড়ে
প্রতিদিন একতিল করে বাড়ছে শিবলিঙ্গ, ঘুরে আসুন মামা ভাগ্নে পাহাড়ে

মামা ভাগ্নে পাহাড়ে একটি তিলেশ্বর মন্দির রয়েছে। কথায় বলে, এই মন্দিরের শিবলিঙ্গ নাকি প্রতিদিন এক তিল করে বড় হয়। ছোট্ট একটি শিলা থেকে ক্রমে বাড়তে বাড়তে বর্তমানে বিশালাকার শিবলিঙ্গে পরিণত হয়েছে। এমনই নানা রহস্যেমূলক কাহিনীর সাক্ষী হতে চাইলে ঘুরে আসুন বীরভূমের মামা ভাগ্নে পাহাড়। অল্প বাজেটে একদিনের ছুটিতে অনায়াসেই ঘুরে আসতে পারবেন।