Tollywood: চোখে চোট সারতেই ছুটি কাটাতে দেব মালদ্বীপ! সফরসঙ্গী রুক্মিণী?

চোখে চোট সারতেই ছুটি কাটাতে দেব মালদ্বীপ! সফরসঙ্গী রুক্মিণী?
Tollywood actor dev going on a vacation with rukmini

নজরবন্দি ব্যুরোঃ কিছুদিন আগেই অভিনেতা দেব তার বাঘাযতীনের শুটিং এর সময় তার চোখে ব্যাথা পেয়েছিলেন। এখন অবশ্য সেই চোট অনেকটা সেরেছে, তা অভিনেতা নিজেই জনিয়েছে। এবার কাজের ব্যাস্ততার মধ্যে ছুটি কটাতে সমুদ্র কে বেছে নিলেন অভিনেতা।

আরও পড়ুনঃ দুর্ঘটনার কবলে দিঘা থেকে কলকাতাগামী যাত্রীবোঝাই বাস, আহত ২৭

দেব ও রুক্মিণী দুজনেই আজকাল খুব ব্যাস্ত তাঁদের কাজ নিয়ে, রুক্মিণী ‘বিনোদিনী’র শুটিংয়ে ব্যাস্ত ছিলেন। এবং দেব বাঘাযতীন নিয়ে, তাঁদের দুজনেরই শুটিং যে শেষ হয়েছে তার ইঙ্গিত তাঁদের সামাজিক মাধ্যম থেকেই পাওয়া যায়। রুক্মিণী ও কিছুদিন আগে জ্বরে ভুগেছিলেন। তবে দুজনেই এখন ফাঁকা।

dev | Exclusive interview of Actor and MP Dev - Anandabazar

দেব ও তার প্রেমিকা প্রায় সময়ই তাঁদের শুটিং এর শেষে বিদেশ ভ্রমন করতে যান, অভিনেতা সম্প্রতি তার  সামাজিক মাধ্যমে একটি সমুদ্রে পাশে বসে কায়দা করে তোলা ছবি পোস্ট করেছেন। রুক্মিণী ও ওরকমই সমুদ্রের ধারে বসা ছবি শেয়ার করেছে, তবে তারা দুজনে একসাথে কোন ছবি পোস্ট করেনি।

চোখে চোট সারতেই ছুটি কাটাতে দেব মালদ্বীপ! পোস্ট করলেন সেই ছবি

Dev Adhikari

তবে সেই ছবি দেখে অনুরাগীদের দুয়ে দুয়ে চার করতে বেশি সময় লাগেনি। অনেকে আবার সমুদ্র দেখে সন্দেহ করছে তারা হয়ত মালদ্বীপ গেছে। বরাবরই দেব ও রুক্মিণী কে এক সাথে দেখতে ভালবাসে তদের অনুগামিরা, তবে কেন তারা কাপল হয়েও একসাথে গিয়েও ছবি পোস্ট আলাদা ভাবে করল তা নিয়ে গুঞ্জন তৈরি হয়েছে, কীসের এত গোপনতা?