নজরবন্দি ব্যুরোঃ দিঘা থেকে কলকাতা যাওয়ার পথে বাস দুর্ঘটনা। দুর্ঘটনাটি ঘটে ১১৬ জাতীয় সড়কে রামতারক এলাকায়। আহত যাত্রীর সংখ্যা ২৭। এখনও পর্যন্ত কারোর মৃত্যুর খবর পাওয়া যায়নি।
আরও পড়ুনঃ আইপিএল থেকে কি বাদ সাকিবরা? জল্পনা তুঙ্গে
দিঘা থেকে আজ সকালে যাত্রীবোঝাই কলকাতাগামী বাসটি রহনা দিয়ে ছিল। রামতারক হাট এলাকায় তখন যানজট ছিল ফলে সেই সময় বাসটি সেখানে দাড়ায়, তখনই হঠাৎ একটি ট্যাঙ্কার পেছন থেকে বাসটিকে ধাক্কা মারে। তার ফলেই এই বিপদটি ঘটে যায়।
পুলিশ তখনই সেই জায়গায় হাজির হয়, এবং আহত যাত্রীদের তখনই হাসপাতালে পাঠানোর ব্যাবস্থা করে। এখনও পর্যন্ত আহত যাত্রীর সংখ্যা ২৭ জন। তার মধ্যে ১৫ জন গুরুতর আহত, এবং বাকিদের প্রাথমিক চিকিৎসা করে ছেড়ে দেওয়া হয়েছে, এখনও পর্যন্ত মৃত্যুর কোন খবর পাওয়া যায়নি।
দুর্ঘটনার কবলে দিঘা থেকে কলকাতাগামী যাত্রীবোঝাই বাস, দুর্ঘটনাটি ঘটে ১১৬ জাতীয় সড়কে
স্থানীয়দের সুত্রে খবর পাওয়া গেছে যে, রামতারক এলাকায় প্রায়ই এরম দুর্ঘটনা ঘটে থাকে। ১১৬ জাতীয় সড়ক একটি দুর্ঘটনাপ্রবণ এলাকা। রাস্তা ঘাটের অবস্থা ও খুব খারাপ, ফলে প্রায়ই যানজট বেঁধে থাকে, সরকারকে বলেও কোন কাজ হয়নি এমনটাই জানাচ্ছেন তারা।