নজরবন্দি ব্যুরো: একুশে জুলাইয়ের শহীদ সমাবেশের মঞ্চে দাঁড়িয়ে জোর গলায় তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন একশো দিনের বকেয়া টাকা আনতে দশ লক্ষ লোক নিয়ে দিল্লি যাবেন। অক্টোবরের ২ তারিখ রাজধানীতে বিশাল কর্মসূচির ঘোষণা করেছিলেন তিনি। এরপর হয়েছে বিস্তর জলঘোলা। দিন যত এগিয়ে এসেছে সংখ্যা যেন কমেছে। ১০ লক্ষ নয় ১০ হাজার লোক নিয়ে দিল্লি যাচ্ছে বাংলার শাসক দল।
আরও পড়ুন: কেন বিজেপিকে সমর্থন? গাইঘাটায় প্রৌঢ়াকে পিটিয়ে মারার অভিযোগ TMC কর্মীর বিরুদ্ধে
কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে বারবার সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও ধরনায় বসেছিলেন। অভিযোগ, একশো দিনের কাজ ছাড়াও কাজের প্রাপ্য সহ প্রায় ১৫ কোটি টাকা কেন্দ্র আটকে রেখেছে। গত ২১ জুলাইয়ের অনুষ্ঠানে বক্তব্য রাখতে প্রাপ্য আদায়ের জন্য ‘দিল্লি চলো’ ডাক দেন অভিষেক। ইতিমধ্যেই প্রচুর চিঠি জমা পড়েছে। তৃণমূল সাংসদ দিল্লি যাওয়ার আগে চলতি সপ্তাহেই ভার্চুয়াল সভা করবেন বলেও জানা গিয়েছিল। কিসের জন্য এই দিল্লিযাত্রা? কিংবা বঞ্চিতদের কী করণীয়? এই সমস্ত কিছুই নিয়েই রাজ্যবাসীদের উদ্দেশ্যে স্পষ্ট বার্তা দিতেই এই ভার্চুয়াল সমাবেশ করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
জানা যায়, শাসকদলের সেকেন্ড-ইন-কমান্ডের এই সমাবেশের লাইভ সম্প্রচার হবে রাজ্যের প্রতি প্রান্তে জায়ান্ট স্ক্রিনে। তাছাড়াও যাঁরা কেন্দ্রীয় প্রকল্প থেকে বঞ্চিত, তাঁরা হাজির থাকবেন সমাবেশে। পাশাপাশি এই মেগা সমাবেশে দলের সমস্ত নেতা-কর্মীদেরও উপস্থিত থাকতে বলা হয়েছে। চলতি সপ্তাহের বৃহস্পতিবার বা শুক্রবার এই সমাবেশ হতে চলেছে বলেই তৃণমূল সূত্রে খবর।
প্রসঙ্গত, আগামী ২ অক্টোবর দিল্লিতে কর্মসূচি তৃণমূলের। গান্ধী জয়ন্তীতে রাজঘাটে শ্রদ্ধা নিবেদনের মধ্যে দিয়ে তৃণমূলের কর্মসূচির সূচনা হবে। তবে শুধু দিল্লিতেই নয়, কলকাতাতেও গান্ধী মূর্তির পাদদেশে ধরনায় বসতে চলেছে তৃণমূল। তবে দিল্লিতে হওয়া কর্মসূচির ছবি জায়ান্ট স্ক্রিনের মাধ্যমে দেখানো হবে পঞ্চায়েত অফিসগুলির সামনেও, এমনটাই দলীয় সূত্রে জানা যাচ্ছে।
১০ হাজার লোক নিয়ে দিল্লি যাচ্ছে তৃণমূল, গান্ধী জয়ন্তীতে অভিষেকের ঝাঁঝালো কর্মসূচি
