Blast: তৃণমূল বিধায়ককে মার উত্তেজিত জনতার, এগরা কাণ্ডে CID তদন্ত, NIA-তে আপত্তি নেই মমতার

তৃণমূল বিধায়ককে মার উত্তেজিত জনতার, এগরা কাণ্ডে CID তদন্ত, NIA-তে আপত্তি নেই মমতার
Huge blast occurred in Egra of Purba Medinipur

নজরবন্দি ব্যুরোঃ এগরা বিস্ফোরণ নিয়ে এনআইএ তদন্তের দাবি তুলেছে বিজেপি। দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এই বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখেছেন বলে জানিয়েছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও জানিয়েছেন, এনআইএ তদন্ত নিয়ে তাঁর কোনও আপত্তি নেই। এদিকে, ঘটনাস্থলে গেলে স্থানীয় বিধায়ককে মেরে তাড়ালো গ্রামবাসীরা। কোনমতে দেহরক্ষী তাকে উদ্ধার করে নিয়ে পালায় খাদিকুল গ্রাম থেকে! গ্রামবাসীদের আক্রমণে আহত এগরা থানার একাধিক পুলিশ কর্মীও।

আরও পড়ুনঃ বিস্ফোরণে মৃতদের পরিবারকে আড়াই লক্ষ টাকা ক্ষতিপূরণ মমতার, NIA তদন্তের দাবি সুকান্তর

এদিন বেলার দিকে আচমকাই বিকট শব্দে কেঁপে ওঠে খাদিকুল গ্রামের ভানু বাগের বাড়ি। বিস্ফোরণের তীব্রতায় প্রায় ১ কিমি এলাকা কেঁপে উঠেছে বলে এলাকাবাসীরা দাবী জানিয়েছেন। এর জেরে গোটা বাড়িটিই ধুলিস্যাৎ হয়ে গিয়েছে। ভানু স্থানীয় তৃণমূল নেতা বলেই এলাকাবাসীর দাবী। এই ঘটনার পরেই স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে এলে দেখা যায় ঘটনাস্থল থেকে অনেকটা দূরে রাস্তার ওপর একের পর এক ঝলসে যাওয়া দেহ পড়ে রয়েছে।

তৃণমূল বিধায়ককে মার উত্তেজিত জনতার, এগরা কাণ্ডে CID তদন্ত, NIA-তে আপত্তি নেই মমতার
তৃণমূল বিধায়ককে মার উত্তেজিত জনতার, এগরা কাণ্ডে CID তদন্ত, NIA-তে আপত্তি নেই মমতার

এগরার বিধায়ক তরুণ মাইতি বলেন, “আমি ঘটনাস্থলে যাচ্ছি. বাজি কারখানা ছিল বলেই খবর পেয়েছি। পুলিশ আগেই তল্লাশি করে বন্ধ করেছিল। তারপরও লুকিয়ে চলছিল। কতজন মারা গিয়েছেন এখন বলতে পারব না। খুবই খারাপ লাগছে। প্রশাসনকে বলব কড়া হাতে দমন করতে। আমি বিধায়ক হওয়ার পর এই প্রথম এই ঘটনা। আমি আগেই নির্দেশ দিয়েছিলাম। পুলিশও টহলদারি করেছে। কিন্তু গোপনে হয়ত চলছিল।” এই তরুণ মাইতি ঘটনাস্থলে যেতেই তাঁর দিকে এগিয়ে আসে উত্তেজিত জনতা। মেরে এলাকাছাড়া করা হয় বিধায়ককে।

তৃণমূল বিধায়ককে মার উত্তেজিত জনতার, এগরা কাণ্ডে CID তদন্ত, NIA-তে আপত্তি নেই মমতার

তৃণমূল বিধায়ককে মার উত্তেজিত জনতার, এগরা কাণ্ডে CID তদন্ত, NIA-তে আপত্তি নেই মমতার

এই বিস্ফোরণের ঘটনা নিয়ে রাজ্য সরকারের দিকেই আঙুল তুলেছে রাজ্য বিজেপি। সুকান্তের অভিযোগ, ‘‘পঞ্চায়েত ভোটের প্রস্তুতি চলছিল। ঘটনার এনআইএ তদন্ত হোক।’’ মুখ্যমন্ত্রীও জানিয়ে দিয়েছেন এ নিয়ে তাঁর কোনও আপত্তি নেই। মমতার কথায়, ‘‘আমার বন্ধুরা, যারা এনআইএ এনআইএ করে চিৎকার করছে, আমার কোনও আপত্তি নেই। কারণ আমাদের কেউ এ বিষয়ে জড়িত নয়। যদি সত্যিই কেউ এনআইএ তদন্ত করলে বিচার পান, চাক না।’’