নজরবন্দি ব্যুরোঃ ২১ এর নির্বাচনের পর নির্বাচনমুখী মেঘালয়কেই পাখির চোখ করেছে তৃণমূল। তাই চলতি মাসেই দ্বিতীয়বার মেঘালয় সফর উপস্থিত হলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকেই ক্ষমতাসীন এনডিএ সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন। মমতার বার্তা, দুর্নীতিগ্রস্ত সরকারের বিকল্প একমাত্র তৃণমূল। একমাত্র মেঘালয়ের মানুষ সরকারের বদল ঘটিয়ে মেঘালয়ের সরকার গঠন করতে পারে।
আরও পড়ুনঃ ভোট কারচুপির সম্ভাবনা থাকবে, রিমোট ভোটিং নিয়ে এবার কমিশনকে চিঠি অভিষেকের
তৃণমূল সুপ্রিমোর কথায়, বাংলা সংস্কৃতির পীঠস্থান হলে, মেঘালয় সঙ্গীত সুরের পীঠস্থান। আমি শুধুমাত্র ১ সেকেণ্ড নৃত্য পরিবেশন করেছি। সমস্ত জাতির উদ্দেশ্যে বলতে চাই, বিজেপি আপনাদের অনেক কিছু বলবে। কিন্তু কারোর সামনেই আপনি মাথানত করবেন না। আমি আপনাদের উদ্দেশ্যে আবেদন করছি, এই প্রক্সি বিজেপি সরকারকে সরিয়ে দিন।

কেন এত বছর পরে এখানে বিদ্যুৎ এল না? কেন এখানকার উন্নয়নের জন্য বরাদ্দ অর্থ সঠিক কাজে ব্যবহার হয় না? বিজেপির কাছে অনেক টাকা রয়েছে। তাঁরা এজেন্সিকে ব্যবহার করে ভয় দেখিয়ে টাকা নেওয়ার চেষ্টা করে। ভয় পাবেন না। একজোট হয়ে এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। কোনও প্ররোচনায় পা দিলে হবে না।
একইসঙ্গে নিজের রাজনৈতিক ইতিহাসের কথা তুলে ধরে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ছাত্রজীবন থেকেই বামপন্থীদের বিরুদ্ধে লড়াই করেছি। তখন কংগ্রেসে ছিলাম। কিন্তু কংগ্রেস আমাদের নিরাপত্তা দিতে পারেনি। আমার মস্তিষ্কে অস্ত্রোপচার হয়েছে। আমার সম্পূর্ণ শরীর নষ্ট হয়ে গেছে। তবুও আমি দুষ্টু মানুষের কাছে মাথানত করিনি। তব্যো আমার মনে হয়েছে রাজনীতিতে থেকে আমার মানুষের সেবা করা উচিত। এটা আমার পেশা নয়। এটা আমার নেশা।
দুর্নীতিগ্রস্ত সরকারের বিকল্প একমাত্র তৃণমূল, মেঘালয়ে বদলের ডাক দিলেন মমতা

২৪ এর নির্বাচনের আগে বাংলার পর মেঘালয়ে বিশেষ গুরুত্ব দিছে তৃণমূল। উত্তর-পূর্ব ভারতের আরও একটি রাজ্য ত্রিপুরাতেও বাড়তি নজর ঘাসফুল শিবিরের। তবে মেঘালয়ের বিরোধী আসন থেকে ক্ষমতায় আসার জন্য বিশেষ পরিকল্পনা রয়েছে মুকুল সাংমাদের। তাই দলের রণনীতি স্থির করতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এবার সফর করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।