Sex power: তিন সহজলভ্য খাদ্য, যা যৌন খিদে বাড়াবে ম্যাজিকের মত

তিন সহজলভ্য খাদ্য, যা যৌন খিদে বাড়াবে ম্যাজিকের মত
three food that can increase sex power

নজরবন্দি ব্যুরোঃ যৌন স্বাস্থ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিক মানুষের জীবনের। কারণ যৌনতা শুধু মাত্র আপনাকে আনন্দ প্রদান করে না। এটি আপনার মানুষিক এবং শারীরিক দুই প্রকারই তৃপ্তি দেয়। তবে নানান কারণে মানুষের মধ্যে অল্প বয়সেই যৌন চাহিদা কমতে শুরু করে। অনেকে এই যৌন চাহিদা বাড়ানোর বাজার চলতি অনেক কামশক্তি বাড়ানোর ওষুধ খান কিন্তু ত আদতে কাজ দেয় কিনা সেই বিষয়ে রয়েছে হাজারো প্রশ্ন। তাছাড়া তার সাথে রয়েছে হাজার একটা সাইড ইফেক্ট। তাই যৌন শক্তি বাড়াতে খান ঘরোয়া কিছু খাবার।

আরও পড়ুনঃ কোরিয়ান ভাষায় রিমেক হবে প্রথম কোনো ভারতীয় ছবির! কবে থেকে শুরু কাজ?

যেমন
বেদানা- বেদানা যৌন খিদে বাড়ায়। এর পাশাপাশি বেদানা লিবিডোর মাত্রা শরীরে বহুগুন বাড়িয়ে তোলে। বেদানার রস মহিলাদের এবং পুরুষ উভয়ের শরীরে টেস্টোস্টেরন হরমোনের মাত্রা বাড়াতে সাহায্য করে। যারফলে যৌনতার খিদে বেড়ে যায় হাজারগুন।

Sex power: তিন সহজলভ্য খাদ্য, যা যৌন খিদে বাড়াবে ম্যাজিকের মত

রসুন- বহু প্রাচীন কাল থেকেই পুরুষদের যৌন ক্ষমতা বাড়াতে রসুনের ব্যাবহার করা হয়। ছেলেদের পুরুষাঙ্গে রক্তপ্রবাহ স্বাভাবিক রাখতে রসুনের জুড়ি মেলা ভার। যৌনতা জনিত কোন সমস্যা থাকলে রোজ তিন-চার কোয়া কাঁচা রসুন খেলে ম্যাজিকের মত কাজ হবে যৌনতা বৃদ্ধিতে।

তিন সহজলভ্য খাদ্য, খেলে ম্যাজিকের মত কাজ হবে যৌনতা বৃদ্ধিতে

Sex power: তিন সহজলভ্য খাদ্য, যা যৌন খিদে বাড়াবে ম্যাজিকের মত

বাদাম- বাদামে রয়েছে প্রচুর পরিমাণে ফ্যাট ও কোলেস্টেরল যা দেহের যৌন শক্তি বৃদ্ধি করতে এবং বীর্য তৈরি ও ঘন হতে সাহায্য করে খুব দ্রুত। এ্যলমন্ড, চিনা বাদাম, কাজু বাদাম, পেস্তা বাদাম সব ধরনের বাদাম থেকেই উপকার মেলে কম বেশি।