এবার দুই সাংসদ অভিনেত্রী মিমি-নুসরতের যুগলবন্দী

নজরবন্দি ব্যুরোঃ দুজনে টলিউডের অভিনেত্রী, পাশাপাশি বাংলার সাংসদ, আবার খুব ভালো বন্ধু ও। কথা হচ্ছে বাংলার অভিনেত্রী ও সাংসদ মিমি ও নুসরতের।এবার তাদের দুজন কে দেখা যাবে বড় পর্দায়।আগে বহুবার একসাথে অভিনয় করেছেন তারা কিন্তু সাংসদ হওয়ার পর এই প্রথমবার পর্দায় দেখা যাবে এই দুই অভিনেত্রী সাংসদকে।
আরও পড়ুনঃ করোনায় আক্রান্ত কোয়েল মল্লিক ও তার পরিবারের সদস্যরা
ছবির নাম ‘এসওএস কলকাতা’ (SOS Kolkata) । ছবিতে মিমি-নুসরত ছাড়াও রয়েছেন যশ দাশগুপ্ত ।তবে ছবির পোস্টারে নেই মিমি-নুসরত এর।তবে ছবির পোস্টারে দেখা যাচ্ছে মিমি-নুসরত কে ।একটি ধ্বংসস্তূপের সামনে বন্দুক হাতে একটি বাচ্চা মেয়ের হাত ধরে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে যশকে ।এ বছরই পুজোর সময় মুক্তি পাওয়ার কথা এই ছবির।
কিছুদিন আগেই নিজের প্রযোজনা সংস্থা খুলেছেন অভিনেত্রী এনা সাহা। এসওএস কলকাতা (SOS Kolkata) এনার প্রযোজনা সংস্থা জারিক এন্টারটেইনমেন্ট-এর প্রথম ছবি। এনার সঙ্গে এই ছবিতে যৌথভাবে প্রযোজনা করছেন পরিচালক অংশুমান প্রত্যুষ।