নজরবন্দি ব্যুরোঃ বেশিরভাগ সময়ই খবরের শিরোনামে থাকেন বাংলাদেশি নায়িকা পরীমণি। তার জীবনে বিতর্কের যেন শেষ নেই। কখনও বিচ্ছেদ কখনও প্রেম কখনও ছেলের জন্মদিন, কখনও বা অসুস্থতা একের পর এক ঘটনা তার সাথে ঘটে যায়। তবে এবার সামনে এলো এক নয়া তথ্য।
কিছুদিন আগেই শোনা যাচ্ছিল পরীমণি এবং তার স্বামী রাজ দুজনের অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। পরীমণি নাকি ধুম জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। সেই সময় নিজের ফেসবুক ফেসবুক পোস্ট থেকে তিনি দুটো হাতের ছবি দিয়ে সেই খবর নিজের অনুরাগীদের জানিয়েছিলেন। ক্যাপশন দিয়েছিলেন ‘আমরা পরীতমা।’
সেই সময় অনেকেই ভেবেছিল সেটি হয়তো তার ছেলে রাজ্যের হাত। কিন্তু এই মুহূর্তে চাঞ্চল্যকর খবর সামনে এলো। জানা যাচ্ছে সেই হাত রাজ্যের নয় সেই হাত ‘সুড়ঙ্গ’ খ্যাত সিনেমার নায়িকা তমার। যদিও তিনি তার ক্যাপশনে সেই আঁচ দিয়েছিলেন কিন্ত তা কেউ বুঝতে পারেননি।
পরীমণির সঙ্গে একই হাসপাতালে ভর্তি ‘সুড়ঙ্গ’ নায়িকা তমাও! কি রহস্য রয়েছে?
তাই এবার সবটা নিজের মুখে জানালেন পরীমণি। কিন্তু দুজনে একই হাসপাতালে একই সঙ্গে কেন ভর্তি রয়েছে তা নিয়ে কোন স্পষ্ট উত্তর পাওয়া যায়নি। ফলে ধীরে ধীরে রহস্য ঘনাচ্ছে। অন্যদিকে পরীমণির জ্বর হওয়ার ঘটনাটা মিথ্যে বলে দাবী করেছিল এক বাংলাদেশী সংবাদ পত্র। তাদের দাবী তিনি অভিনেত্রী নাকি হাত কেটেছেন। কিন্তু তিনি এই বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করেন।