ফের রাজ্য সরকারকে নিশানা শুভেন্দুর, বিশ্ব বাণিজ্য সম্মেলনের খরচ নিয়ে প্রশ্ন বিরোধী দলনেতার!
Suvendu raised question about the cost of BGBS

নজরবন্দি ব্যুরো: মঙ্গল ও বুধ এই দু’দিন ব্যাপী রাজ্যে শুরু হয়েছে বিশ্ব বাণিজ্য সম্মেলন। আর শুরুর দিনই সম্মেলনের খরচ নিয়ে প্রশ্ন তুললেন বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, জনগণের জন্য নয়, কাটমানির জন্য নিজেদের পছন্দের ঠিকাদারদের দিয়ে এই পরিকাঠামোগুলো তৈরি করেছে সরকার!

আরও পড়ুন: আজ থেকেই শুরু হচ্ছে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন, ‘লক্ষ্মী’ টানতে মরিয়া Mamata Banerjee

সামাজিক মাধ্যমে শুভেন্দু অধিকারী লিখেছেন, “আর্থিক সংকটে ভোগা সরকার অপ্রাসঙ্গিক পরিকাঠামো তৈরিতে সমানে মোটা টাকা খরচ করে চলেছে। উদাহরণস্বরূপ, বিশ্ব বাংলা কনভেনশন সেন্টার তৈরির পর তারা নবান্ন সভাঘর নামে আরেকটি বিশাল সভাঘর বানিয়েছে। এর পরেও আলিপুরে আরও একটা ও মিলন মেলায় ১০০০০ বর্গ ফুটের কনভেনশন সেন্টার বানিয়েছে। তার পর আলিপুরো ৩০০ কোটি টাকা খরচ করে ধনধান্য কনভেনশন সেন্টার বানানো হয়েছে।”

ফের রাজ্য সরকারকে নিশানা শুভেন্দুর, বিশ্ব বাণিজ্য সম্মেলনের খরচ নিয়ে প্রশ্ন বিরোধী দলনেতার!
ফের রাজ্য সরকারকে নিশানা শুভেন্দুর, বিশ্ব বাণিজ্য সম্মেলনের খরচ নিয়ে প্রশ্ন বিরোধী দলনেতার!

তিনি আরও লিখেছেন, “বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলন নামে পিকনিকের জন্য আরও একটা ১০০০০ বর্গফুটের প্রদর্শশালা তৈরি করা হয়েছে। যার খরচ কোনও ভাবেই ১৫০ কোটির কম নয়। এই টাকা ব্যয় করা হয়েছে কেন্দ্রের স্মার্ট সিটি প্রকল্প থেকে।”

ফের রাজ্য সরকারকে নিশানা শুভেন্দুর, বিশ্ব বাণিজ্য সম্মেলনের খরচ নিয়ে প্রশ্ন বিরোধী দলনেতার!

শুভেন্দু অধিকারীর প্রশ্ন, “এই সভাঘর, প্রদর্শশালাগুলি তৈরির আনুমানিক খরচ কত ছিল? তৈরির করতে শেষ পর্যন্ত কত খরচ হয়েছে? কোন ঠিকাদাররা ভবনগুলি তৈরি করেছেন? তাঁদের কী ভাবে নির্বাচন করা হয়েছে? এই ভবনগুলির কতবার ব্যবহার করা হয়েছে? ভবনগুলি ভাড়া দিয়ে কত টাকা আয় হয়েছে সরকারের?”

ফের রাজ্য সরকারকে নিশানা শুভেন্দুর, বিশ্ব বাণিজ্য সম্মেলনের খরচ নিয়ে প্রশ্ন বিরোধী দলনেতার!

বিরোধী দলনেতার মতে, “দরকার ছিল বলে এই ভবনগুলি তৈরি করা হয়নি। এই ভবনগুলি তৈরির কারণ, নিজেদের পছন্দের ঠিকাদারের কাছ থেকে পর্যাপ্ত কাটমানি পাওয়া যাবে বলে।”

ফের রাজ্য সরকারকে নিশানা শুভেন্দুর, বিশ্ব বাণিজ্য সম্মেলনের খরচ নিয়ে প্রশ্ন বিরোধী দলনেতার!