নজরবন্দি ব্যুরো: আসন্ন পঞ্চায়েত নির্বাচন! আর তার আগেই দুর্নীতির দায়ে অস্বস্তিতে রাজ্যের শাসক দল তৃণমূল। একের পর এক দুর্নীতিতে জড়িত পদ্মশিবিরের নেতা-মন্ত্রীরা! এহেন পরিস্থিতিতে শাসক শিবিরের হাল ফেরাতে জেলায় জেলায় তৃণমূলের নবজোয়ার কর্মসূচী নিয়ে পৌঁছে যাচ্ছেন অভিষেক বন্দোপাধ্যায়। তবে তৃণমূলের এই কর্মসূচী নিয়ে কম কটাক্ষ করতে ছাড়েনি বিরোধী দল গুলি।
পঞ্চায়েতে তৃণমূলকে টেক্কা দিতে রাস্তায় নেমে পড়েছে বিরোধী দল বিজেপি। সভার পরিবর্তে সভা, হুংকারের পাল্টা হুশিয়ারি! তৃণমূলের বিরুদ্ধে প্রায়শই বিস্ফোরক মন্তব্য করে সংবাদের শিরোনামে রয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু-সুকান্ত! সব মিলিয়ে সরগরম রাজ্য-রাজনীতি! আর এহেন পরিস্থিতিতে ফের সভামঞ্চ থেকে তৃণমূলকে বিঁধলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বললেন, “বিধায়কদের সম্পত্তি রকেটের গতিতে বাড়ছে!”

সূত্রের খবর, রবিবার সোনারপুর থানার অন্তর্গত রাজপুর কদমতলা এলাকা থেকে একটি পদযাত্রা করেন শুভেন্দু। শুভেন্দুর পদযাত্রা শেষ হয় সোনারপুর স্টেশন সংলগ্ন বাসস্ট্যান্ডে। আর সেখানেই আয়োজিত হয় প্রতিবাদ সভার। সেই প্রতিবাদ সভা থেকেই শাসক দলকে তীব্র আক্রমণ করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
সভামঞ্চ থেকে শুভেন্দু অধিকারী জানান, তৃণমূল বিধায়কদের সম্পত্তি দিন দিন রকেটের থেকেও বেশি দ্রুত গতিতে বেড়েই চলেছে। আর দলনেতার কাছে এটার প্রমাণও আছে। তাছাড়াও সভামঞ্চ থেকে সোনারপুর দক্ষিনের বিধায়ক লাভলি মৈত্রর বিরুদ্ধেও একাধিক বিস্ফোরক অভিযোগ তোলেন বিরোধী দলনেতা। যদিওবা শুভেন্দু অধিকারীর এহেন মন্তব্যে গুরুত্ব দিতে নারাজ শাসক শিবির। তবে শুভেন্দুর সভার পরেই পথে নামেন সোনারপুর দক্ষিণের তৃণমূল বিধায়ক লাভলি মৈত্র। বিরোধী দলনেতা শুভেন্দুর সভার পর সোনারপুর স্টেশন সংলগ্ন এলাকায় গঙ্গাজল ছিটিয়ে ‘শুদ্ধিকরণ’ অভিযানে নেমেছিলেন লাভলি।