নজরবন্দি ব্যুরোঃ মঙ্গলবার সংসদের বিশেষ অধিবেশনে পাশ হয়েছে মহিলা সংরক্ষণ বিল। যা নিয়ে বিরোধীরা দ্বিমত পোষণ করলেও তা নিয়ে একাবারেই মাথা ঘামাতে নারাজ বিজেপির রাজ্য সভাপতি তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার। এই মুহূর্তে অধিবেশনের কারণে নয়াদিল্লিতেই আছেন তিনি। বিল পাশের দিন তিনি সংসদ ভবনেও উপস্থিত ছিলেন। তারপর সাংবাদিকদের সামনে এসে নিজের মতামত ব্যক্ত করেন বিজেপি আজ্য সভাপতি।
আরও পড়ুনঃ মহিলা সংরক্ষণ বিলকে সমর্থন করছে Congress? লোকসভায় কী জানালেন Sonia Gandhi?
প্রসঙ্গত, মঙ্গলবার মহাসমারোহের সঙ্গে লোকসভায় মহিলা সংরক্ষণ বিলটি পাশ করে কেন্দ্র সরকার। বিলটি পাশ করেন আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল। এই বিলটি কী বলছে? এখন থেকে বিধানসভা ও লোকসভায় এক-তৃতীয়াংশ আসন মহিলাদের জন্য সংরক্ষিত। অর্থাৎ, তিন জন প্রার্থীর মধ্যে একজন মহিলা হওয়া আবশ্যক।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই বিল প্রসঙ্গে বলেছেন, “মহিলা সংরক্ষণ বিল আগেও পেশ করা হয়েছে। কিন্তু পাশ করানো হয়নি। ভগবান হয়তো এটা করার জন্য আমায় বেছে নিয়েছেন। মা-বোনেদের আশ্বস্ত করছি। এই বিলকে আইনে পরিণত করার জন্য আমরা সংকল্পবদ্ধ।’’
আর সুকান্ত মজুমদারও কিন্তু প্রধানমন্ত্রীর সুরে সুর মিলিয়েই জানিয়ে দিলেন, “আমি প্রধানমন্ত্রীর কথা ধার করে বলতে চাই, দেশে অনেক কিছুই হবার কথা ছিল কিন্তু সবার দ্বারা সম্ভব হয়নি সেই সব কাজ করার। ভগবান আমাদের সরকার এবং আমাদের প্রধানমন্ত্রীকে চয়ন করেছে এই কাজগুলো করার জন্য। আগামী দিনে মানুষ এই সব ঐতিহাসিক কাজকে মনে রাখবে।”
সমস্ত মহান কাজ নরেন্দ্র মোদীর দ্বারাই সম্ভব, মহিলা সংরক্ষণ বিল নিয়ে মন্তব্য সুকান্তর
তবে, মহিলা সংরক্ষণ বিল প্রসঙ্গে রাজ্যের শাসক দল বলেছে, এই আকজ অনেক আগেই তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন। এই প্রসঙ্গে সুকান্ত মজুমদার বলেন, “তৃণমূল অনেক কিছু ভেবেছে কিন্তু করতে পারেনি কিছুই।” পাশাপাশি, সুকান্ত মজুমদার ফেসবুক দাবি করেছেন, এক সময় মহিলা সংরক্ষণ বিল নিয়ে বিরোধিতা করেছিল তৃণমূল। তিনি লিখেছেন, “এটাই তৃণমূলের মুখ আর মুখোশের পার্থক্য।”