দুর্গাপুজো উপলক্ষ্যে রাজপথে চলবে বাড়তি বাস, নয়া উদ্যোগ রাজ্য পরিবহণ নিগমের
Special bus for Durga Puja 2023 shopping

নজরবন্দি ব্যুরো: হাতে আর এক মাসও বাকি নেই! সামনেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো! আর পুজো মানেই নতুন নতুন জামা, খাওয়া দাওয়া, আড্ডা, ঘোরা! আর এবার তো ছুটি পেলেই বাঙালি ছুটবে শপিং করতে। তা নিয়ে কোনও সন্দেহ নেই। কেউ যাবেন বড়বাজারে, কেউ যাবেন হাতিবাগনে, কেউ তো আবার নিউ মার্কেটে যাবেন। তাই ছুটির দিনে মেট্রো-ট্রেন, বাসে ভিড় বাড়বে বলেই আশঙ্কা করা হচ্ছে।

আরও পড়ুন: Weather Update: কোথাও ভারী, কোথাও আবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, সপ্তাহান্তে কেমন থাকবে বাংলার আবহাওয়া?

তবে আর চিন্তার কারণ নেই। যাত্রীদের কথা মাথায় রেখেই পুজোর আগে রাজপথে বেশি সংখ্যায় বাস চালানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য পরিবহণ নিগম। অর্থাৎ পুজোর বাজারের জন্য বিশেষ বাস পরিষেবা শুরু করতে চলছে রাজ্য সরকার। জানা গিয়েছে, আগামী ২৮ সেপ্টেম্বর থেকে ১৫ অক্টোবরের মধ্যে এই বাড়তি বাস তিলোত্তমার পথে ছুটে বেরাবে। পাশাপাশি শনি এবং রবিবারের ছুটি ছাড়াও সরকারি ছুটির দিনে ওই বিশেষ বাস পরিষেবা মিলবে বলে পরিবহণ দফতর সূত্রের খবর।

দুর্গাপুজো উপলক্ষ্যে রাজপথে চলবে বাড়তি বাস, নয়া উদ্যোগ পরিবহণ নিগমের
দুর্গাপুজো উপলক্ষ্যে রাজপথে চলবে বাড়তি বাস, নয়া উদ্যোগ পরিবহণ নিগমের

রাজ্য পরিবহণ নিগম সূত্রে খবর, দুগাপুজোর বাজারে ভিড়ের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাছাড়াও এসপ্লানেড, শ্যামবাজার এবং গড়িয়াহাটের মতো গুরুত্বপূর্ণ বাজার এলাকা থেকে পুজো উপলক্ষ্যে বিশেষ বাস পরিষেবা শুরু করছে রাজ্য পরিবহণ নিগম। এপ্রসঙ্গে পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী বলেছেন, “আগামী ২৮ সেপ্টেম্বর থেকে ১৫ অক্টোবরের মধ্যে শনি এবং রবিবারের ছুটি ছাড়াও সরকারি ছুটির দিনে ওই পরিষেবা মিলবে।”

দুর্গাপুজো উপলক্ষ্যে রাজপথে চলবে বাড়তি বাস, নয়া উদ্যোগ পরিবহণ নিগমের

জানা গিয়েছে, ধর্মতলা থেকে হাওড়া ও ডানলপ রুটে বাস চালানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। এই রুটের মধ্যে বি বা দী বাগ, স্ট্র্যান্ড রোড হয়ে হাওড়া স্টেশন ও চিত্তরঞ্জন অ্যাভিনিউ, বিবেকানন্দ রোড, হাতিবাগান, শ্যামবাজার, বি টি রোড হয়ে ডানলপ পর্যন্ত বাস চলবে। তাছাড়াও ভিড় সামলানোর জন্য হাওড়া-ডানলপগামী বাসের যথাক্রমে ছ’টি এবং তিনটি করে ট্রিপ করার কথা ভাবা হয়েছে। অন্যদিকে, দক্ষিণ কলকাতার জন্য গড়িয়াহাট থেকে সর্বাধিক তিনটি রুটে বাস চলবে। ওই রুটগুলি হল, গড়িয়াহাট থেকে হাওড়া, বেহালা চৌরাস্তা এবং বেহালা পর্ণশ্রী। আর এই পরিষেবা চালু হলে যাত্রীদের অনেকটাই সুবিধা হবে বলে জানাচ্ছেন পরিবহণ দফতরের আধিকারিকেরা।

দুর্গাপুজো উপলক্ষ্যে রাজপথে চলবে বাড়তি বাস, নয়া উদ্যোগ পরিবহণ নিগমের

দুর্গাপুজো উপলক্ষ্যে রাজপথে চলবে বাড়তি বাস, নয়া উদ্যোগ পরিবহণ নিগমের