নজরবন্দি ব্যুরোঃ সম্প্রতি এক পথ দুর্ঘটনায় ভীষণভাবে আহত হয়েছেন ভারতের উইকেট-রক্ষক এবং দিল্লির অধিনায়ক ঋষভ পন্ত। আর সে কারণেই এবার আইপিএলে খেলতে পারবেন না তিনি। চলতি আইপিএলে এর জন্য দিল্লি দলের অধিনায়ক বাছার কাজ করে ফেললেন দলের মেন্টর সৌরভ গাঙ্গুলী।
আরও পড়ুনঃ ভারতের বিরুদ্ধে ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা অস্ট্রেলিয়ার, দলে ফিরলেন ম্যাক্সওয়েল
সৌরভ জানিয়েছেন পন্থের জায়গায় আইপিএলের দিল্লি দলের নতুন অধিনায়ক ওয়ার্নার। কিন্তু প্রশ্ন উঠেছে দিল্লির টেস্টে চোট পেয়ে ভারতের বিরুদ্ধে আগামী দুই টেস্টে খেলতে না পেরে অস্ট্রেলিয়ায় চলে গিয়েছেন ওয়ার্নার। আর এই ঘটনার পর ফের চাপে পড়েছিল দিল্লি।
কিন্তু দেখা যাচ্ছে আগামী ভারতের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার ওয়ানডে সিরিজে ওয়ার্নারকে দলে রেখেছে অস্ট্রেলিয়া। তারমানে আইপিএলের আগে সুস্থ হয়ে উঠবেন এই অস্ট্রেলিয়ার ওপেনার। অধিনায়ক ছাড়াও সহ-অধিনায়ক করা হয়েছে দিল্লি দলে। দিল্লি দলের এক কর্তা বলেন,
পন্থের জায়গায় দিল্লির অধিনায়ক নির্বাচন করলেন সৌরভরা, সঙ্গে সহ অধিনায়কও
“ওয়ার্নার আমাদের অধিনায়ক। অক্ষর প্যাটেল সহ-অধিনায়ক।” দিল্লি দলের কোচ বিশ্বকাপজয়ী রিকি পন্টিং। ক্রিকেটীয় উপদেষ্টা হিসাবে রয়েছেন ভারতের অন্যতম সফল অধিনায়ক সৌরভ। তাঁদের সঙ্গে কাজ করার সুযোগ পাবেন ওয়ার্নার। এর আগে আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে তাঁর। কিন্তু তাঁকে ছেড়ে দেয় হায়দরাবাদ। এর পরেই ছন্দ ফিরে পান ওয়ার্নার।