নজরবন্দি ব্যুরো: ত্রিপুরার ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসাবে তাঁর নাম প্রকাশ্যে আসতেই রাজ্য রাজনীতি রীতিমতো তোলপাড়। কেউ সামান্য একটি রাজ্যের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হওয়ার প্রস্তাবে সায় দেওয়ার পর তাঁর রাজনীতিতে যোগ নিয়ে রীতিমতো আলোচনার আসর বসে যাচ্ছে। যা দেখে ব্যাথিত বাঙালির আইকন সৌরভ গঙ্গোপাধ্যায়।
আরও পড়ুন:BJP-র রাজ্যসভার সাংসদ কী সৌরভ! জল্পনা তুঙ্গে
তাঁর সরল প্রশ্ন,”আমার সবকিছুর সঙ্গে রাজনীতি কেন জুড়ে দেওয়া হচ্ছে?” আরও বলেন, “ বাংলা থেকে আমি প্রচুর ভালবাসা পেয়েছি। এখানে যা পাই বিশ্বের কোথাও তা পাই না”। এর পর সৌরভ বলেন, “ত্রিপুরা থেকে আমার কাছে এসেছিল। আমাকে অফার করেছে। কিন্তু আমার একটা প্রশ্ন, সবকিছুতে কেন রাজনীতি যোগ করা হচ্ছে?

শচীন কেরালাতে রয়েছে, শাহরুখ কলকাতাতে রয়েছে, গুজরাটের সঙ্গে রয়েছে অমিতাভ বচ্চন, ধোনি ঝাড়খণ্ডের সঙ্গে, কেন আমার সঙ্গে সব সময় রাজনীতির যোগ খোঁজা হয়? এটা আমার কাছে খুব বেদনাদায়ক।” তাঁর প্রশ্ন, “কেউ কারও সঙ্গে দেখা করতে পারবে না, কথা বলতে পারবে না? আমি কারওর সঙ্গে কথা বললে, কিছু করলে সব কিছুতেই রাজনীতি যোগ করা হয়।
আমি খুব সাধারণ জীবনযাপন করি। আমাকে ত্রিপুরার টুরিস্ট স্পটগুলো প্রমোট করতে হবে, যদিও এখনও কিছু ফাইনাল হয়নি। কিছু করার আগেই সমস্ত কিছুকে রাজনীতির সাথে যুক্ত করে দেওয়া হচ্ছে, দয়া করে এটা করবেন না। এগুলোর কোনও গুরুত্ব নেই, কারণ নেই।”
আমাকে কেন রাজনীতির সাথে জড়ানো হচ্ছে? ব্র্যান্ড অ্যাম্বাসাডর প্রসঙ্গে এবার মুখ খুললেন সৌরভ
তবে সৌরভ যাই বলুক তাঁর এই সিদ্ধান্ত বাংলার রাজনীতির অলিন্দে ঢুকে গিয়েছে। যা এক্ষুনি হয়তো শেষ হয়ে যাবে না। কারণ রাজনিতিকদের কাছে ভোট বড় বালাই। আর সামনেই তো নির্বাচন। তাই না?