ক্রিকেটার হিসেবে মাঠ শাসন করেছেন, প্রশাসক হিসেবে সিদ্ধান্তে ছাপ রেখেছেন—এ বার কোচ হিসেবেও নিজের ‘দাদাগিরি’ দেখালেন সৌরভ গঙ্গোপাধ্যায়। দক্ষিণ আফ্রিকার SA20 লিগে প্রিটোরিয়া ক্যাপিটালসের হেড কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পরই এমন এক মানসিকতার ছাপ রেখে গেলেন, যার ফল বিশ্বরেকর্ড। ম্যাচের শুরুতে কার্যত ধ্বংসস্তূপে দাঁড়িয়েও যে দল লড়াই ছাড়ে না—এই বিশ্বাসটাই ক্যাপিটালসকে এনে দিল টি-টোয়েন্টি ইতিহাসের নজিরবিহীন জয়।
ক্রিকেটার থেকে প্রশাসক—সব ভূমিকাতেই নিজের প্রভাব রেখে এসেছেন Sourav Ganguly। SA20 লিগে Pretoria Capitals-এর হেড কোচ হিসেবে তাঁর দর্শন এবার সরাসরি মাঠে ধরা পড়ল। শনিবারের ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে ক্যাপিটালস যখন মাত্র ৭ রানের মধ্যে ৫ উইকেট হারিয়ে কার্যত ম্যাচ থেকে ছিটকে যাওয়ার মুখে, তখনও ডাগআউটে শান্ত সৌরভ—বার্তা একটাই, লড়াই শেষ হয়নি।

শুরুটা ছিল ভয়াবহ। মাত্র ৪ রানে আউট হন Shai Hope। শূন্য রানে ফেরেন ব্রাইস পারসন্স, কনর এস্টারহুইজেন, Roston Chase ও Andre Russell। স্কোরবোর্ডে তখন ৭/৫। এমন পরিস্থিতিতে ম্যাচ জেতা তো দূরের কথা, সম্মানজনক স্কোর তোলাই যেখানে স্বপ্ন।
ঠিক সেই সময় দলের হাল ধরেন Dewald Brevis ও Sherfane Rutherford। চাপের মুখে দাঁড়িয়ে তাঁরা গড়ে তোলেন ১১৩ রানের অসাধারণ জুটি। ব্রেভিস করেন ৪৭ বলে ৫৩ রান, আর রাদারফোর্ড খেলেন ৫০ বলে ৭৪ রানের ম্যাচ-ঘোরানো ইনিংস। এই জুটির সৌজন্যেই প্রিটোরিয়া ক্যাপিটালস পৌঁছে যায় ১৪৩ রানে।
লক্ষ্য তাড়া করতে নেমে Joburg Super Kings থেমে যায় ২০ ওভারে ১২২ রানে। বল হাতে ম্যাচ ঘুরিয়ে দেন Keshav Maharaj ও Lizaad Williams—দু’জনেই নেন তিনটি করে উইকেট।


কোন বিশ্বরেকর্ড গড়ল ক্যাপিটালস?
প্রথমে ব্যাট করতে নেমে ১০ রানের কমে ৫ উইকেট হারিয়েও ম্যাচ জেতা—টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে এই কৃতিত্ব প্রথমবার অর্জন করল প্রিটোরিয়া ক্যাপিটালস। এর আগে ২০১০ সালে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে বরোদা এমন নজির গড়েছিল ঠিকই, কিন্তু সেটা ছিল রান তাড়া করতে নেমে। প্রথমে ব্যাট করে এমন প্রত্যাবর্তন—এই প্রথম।
সব মিলিয়ে, এই জয় শুধু স্কোরবোর্ডের নয়—এটা সৌরভ গঙ্গোপাধ্যায়ের কোচিং দর্শনেরই প্রতিফলন। হার না মানার মানসিকতা, চাপের মুখে সাহসী সিদ্ধান্ত—SA20 লিগে ‘দাদাগিরি’ যে শুধু নামেই নয়, কাজেও—তা আবারও প্রমাণ করলেন সৌরভ।









