নজরবন্দি ব্যুরোঃ হু হু করে বাড়ছে দেশে করোনা আক্রান্তের সংখ্যা। বলিউড সহ টলিউডেও আছড়ে পড়েছে করোনার তৃতীয় ঢেউ। এবার সপরিবারে করোনা আক্রান্ত সোনু নিগম। করোনার গ্রাস থেকে রক্ষা পাননি রাজ শুভশ্রী। দ্বিতীয়বারের জন্য আক্রান্ত হয়েছেন তাঁরাও।
আরও পড়ুনঃ দৈনিক সংক্রমণে করোনার দীর্ঘ লম্ফন, ৫৫ শতাংশ বাড়ল দেশে আক্রান্তের সংখ্যা
মঙ্গলবার রাতেই নিজের কোভিড পজিটিভের খবর ট্যুইট করে জানিয়েছেন রাজ। তিনি লেখেন, শুভশ্রী আর আমি কোভিড পজিটিভ। আপাতত হোম কোয়ারেন্টাইনে রয়েছি। দয়া করে সাবধানে থাকুন। মাস্ক পরুন এবং কোভিড প্রোটোকল মেনে চলুন। যদিও এটা প্রথমবার নয়, এর আগেও আক্রান্ত হয়েছিলেন তাঁরা। কিন্তু ছেলে যুভানের শারীরিক অবস্থা নিয়ে চিন্তিত তাঁদের ফ্যানরা।
অন্যদিকে, নিজের করোনা পজিটিভের কথা ইনস্টাগ্রামের একটি ভিডিও পোস্টের মাধ্যমে জানিয়েছেন গায়ক সোনু নিগম। তিনি জানিয়েছেন, একটি রিয়েলিটি শোয়ের জন্য শ্যুটিং করতে গিয়েছিলেন তিনি। সেখানে তাঁর রিপোর্ট পজিটিভ আসে। এরপর একাধিকবার রিপোর্ট করানোর পর পজিটিভ আসে। তিনি এই মুহুর্তে দুবাইয়ের বাড়িতে আইসোলেশনে রয়েছেন। সেইসঙ্গে আক্রান্ত হয়েছেন তাঁর স্ত্রী পুত্রও।
অন্যদিকে, এক লাফে ৫৫ শতাংশ বাড়ল দেশে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, দেশে একদিনে করোনা আক্রান্ত হয়েছেন ৫৮,০৯৭ জন। চার দিনের মাথায় আক্রান্তের সংখ্যা দ্বিগুণ হয়ে দাঁড়িয়েছে। এই মুহুর্তে দেশে মোট আক্রান্তের সংখ্যা ৩,৫০,১৮,৩৫৮ জন।
সপরিবারে করোনা আক্রান্ত সোনু নিগম, বলিউড এবং টলিউডেও কোভিডের ছায়া

গত ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু হয়েছে ৫৩৪ জনের। যা গতকালের তুলনায় অনেকটাই বেশী। মঙ্গলবার দেশে করোনায় মৃত্যুর সংখ্যা ছিল ১২৪ । সংক্রমণের হার ৪.১৮ শতাংশ। সক্রিয় রোগীর সংখ্যা ২ লক্ষ পার করেছে। মহারাষ্ট্রে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়েছেন ১৮,৪৬৬ জন। এর মধ্যে মুম্বই শহরে আক্রান্তের সংখ্যা ১০ হাজারের অধিক। গত ২৪ ঘন্টায় রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ৯ হাজার পার করেছে। দিল্লীতে আক্রান্ত হয়েছেন ৫,৪৮১ জন।