আগামীকাল ভোট ষষ্ঠীতে খেলা ৪৩ আসনে, নজরকাড়া কেন্দ্রগুলি ‘১৯ তথ্য দেখেনিন!

নিজস্ব প্রতিনিধি, নজরবন্দি.ইন

নজরবন্দি ব্যুরোঃ আগামীকাল ভোট ষষ্ঠীতে খেলা ৪৩ আসনে। গত ৫ দফার নির্বাচন শেষে যুযুধান প্রতিপক্ষ তৃণমূল-বিজেপি উভয় শিবির দাবি করেছে তাঁদের প্রাপ্ত আসন প্রায় ম্যাজিক ফিগার ছুঁই ছুঁই। এই পরিস্থিতিতে হতে চলেছে ষষ্ঠ দফার নির্বাচন। এই দফায় মোট ৪টি জেলার ৪৩ আসনে হবে ভোট গ্রহণ। জেলাগুলি হল, ১) পূর্ব বর্ধমান ২) উত্তর দিনাজপুর ৩) নদিয়া ৪) উত্তর ২৪ পরগণা। এই দফায় ভোট দেবেন ১.০৩ কোটি ভোটার । এর মধ্যে ৫০.৬৫ লাখ মহিলা ভোটার, তৃতীয় লিঙ্গের ২৫৬ জন। ১৪ হাজার ৪৮০টি কেন্দ্রে হবে ভোটগ্রহণ।  এর মধ্যে রয়েছে বেশ কিছু নজরকাড়া কেন্দ্র।

আরও পড়ুনঃ করোনা আক্রান্তদের অক্সিজেনের অভাব মেটাতে এবার এগিয়ে এলো টাটা গোষ্ঠী

নজরকাড়া কেন্দ্র ১ঃ ষষ্ঠ দফায় অন্যতম হেভিওয়েট প্রার্থী মুকুল রায়। বিজেপির টিকিটে কৃষ্ণনগর উত্তর থেকে লড়ছেন তিনি। তাঁর বিরুদ্ধে অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায়কে প্রার্থী করেছে তৃণমূল। অন্যদিকে কংগ্রেস প্রার্থী রয়েছেন সিলভি সাহা। ২০১৯ লোকসভা ফলের ভিত্তিতে কৃষ্ণনগর উত্তরে ১,১৫,৮৭৫ ভোট পেয়ে এগিয়ে বিজেপি। তৃণমূল পায় ৬২,৩২৪ ভোট। সিপিএম ১০,৫০৬ ও কংগ্রেস ২,৪০৯ ভোট পেয়েছিল।

নজরকারা কেন্দ্র ২ঃ তৃণমূলের টিকিটে ব্যারাকপুর আসনে লড়ছেন পরিচালক রাজ চক্রবর্তী। ২০১৯ লোকসভা নির্বাচনে ব্যারাকপুরে ৬৪,০৪৬ ভোট পেয়ে এগিয়ে বিজেপি। তৃণমূল পায় ৬০,৫২৭ ভোট। সিপিএম পেয়েছিল ১৬,৭০৮ ভোট।

নজরকাড়া কেন্দ্র ৩ঃ তৃণমূলের হেভিওয়েট প্রার্থী চন্দ্রিমা ভট্টাচার্য প্রার্থী হয়েছেন দমদম উত্তর কেন্দ্রে। তাঁর প্রতিদ্বন্দ্বী হিসাবে রয়েছেন সিপিএম প্রার্থী তন্ময় ভট্টাচার্য এবং বিজেপির অর্চনা মজুমদার। ২০১৯ লোকসভা নির্বাচনে দমদম উত্তরে ৮৩,৯৯৫ ভোট পেয়ে এগিয়ে তৃণমূল। বিজেপি পেয়েছিল ৭৮,৩৪৬ ভোট। সিপিএম পেয়েছিল ৩৫,৬০৪ ভোট।

নজরকাড়া কেন্দ্র ৪ঃ উত্তর ২৪ পরগনার হাবড়া কেন্দ্রে লড়ছেন তৃণমূল প্রার্থী তথা রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তাঁর বিপক্ষে বিজেপি প্রার্থী করেছে রাহুল সিনহাকে। এবং সিপিএম প্রার্থী ঋজিনন্দন বিশ্বাস। ২০১৯ লোকসভার প্রেক্ষিতে হাবড়াতে ৯৭,৩১০ ভোট পেয়ে এগিয়ে বিজেপি। তৃণমূল পেয়েছিল ৭৭,৮৫৮ ভোট। বামেদের ভোট ছিল ১০,১১৫।

নজরকাড়া কেন্দ্র ৫ঃ  উত্তর দিনাজপুরের রায়গঞ্জ। এখানে তৃণমূল প্রার্থী কানাইয়ালাল আগরওয়াল। কংগ্রেস প্রার্থী রয়েছেন বিদায়ী বিধায়ক মোহিত সেনগুপ্ত। বিজেপি এখানে প্রার্থী করেছে কৃষ্ণ কল্যাণীকে। ১৯ লোকসভার হিসেবে রায়গঞ্জে ৮৩,৯৪৪ ভোট পেয়ে এগিয়েছিল বিজেপি। তৃণমূল পেয়েছিল ৪১,৭৪২ ভোট। কংগ্রেস ৯,৭৫৫ ও সিপিএম ১১,৪২৯ ভোট পেয়েছিল।

নজরকাড়া কেন্দ্র ৬ঃ পূর্ব বর্ধমানের পূর্বস্থলী দক্ষিণ। এখানে তৃণমূল প্রার্থী তথা মন্ত্রী স্বপন দেবনাথ। কংগ্রেস দাঁড় করিয়েছে অভিজিৎ ভট্টাচার্যকে। অন্যদিকে বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন রাজীব কুমার ভৌমিক। ২০১৯ লোকসভা নির্বাচনের ফলাফলের ভিত্তিতে, পূর্বস্থলি দক্ষিণ বিধানসভা আসনে ১,০০,২৪০ ভোট পেয়ে এগিয়ে তৃণমূল। বিজেপি পেয়েছিল ৭৮,৩৩২ ভোট। সিপিএমের প্রাপ্ত ভোট ছিল ১৭,৮৩৬।

Related News

Health

ফের দেশে বাড়ছে করোনার প্রকোপ, গত এক দিনে মৃত্যু ৪ জনের

Corona Virus: ফের দেশে বাড়ছে করোনার প্রকোপ, গত এক দিনে মৃত্যু...

গত ২৪ ঘণ্টায় এ দেশে করোনামুক্ত হয়েছেন ৩২৫ জন। সুস্থতার হার ৯৮.৮১ শতাংশ। শুধু দেশেই নয় গোটা বিশ্বব্যাপী ফের করোনার বাড়বাড়ন্ত লক্ষ্য করা যাচ্ছে। WHO দেওয়া তথ্য বলছে গোটা দুনিয়ায় করোনার দাপট ৫২ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

অপরিকল্পিতভাবে লাইনের কাজ, দমদমে তীব্র ভোগান্তি, আর কত দিন উদাসীন রেল?

এর আগে ইন্টারলকিং-এর কাজ চলার দরুন প্রায় এক সপ্তাহ ট্রেন বাতিল করা হয়। এবার দমদমের ৫ নং প্ল্যাটফর্মের লাইনে কাজ শুরু হয়েছে। রেলের তরফে যাত্রীদের কাছে সহযোগিতা প্রার্থনা করা হয়েছে। কিন্তু, আর কত দিন এইভাবে উদাসীন কায়দায় চলবে ট্রেন?
আইপিএল এর পরেই শুরু হয়ে যাবে টি-টোয়েন্টি বিশ্বকাপ, ৫ স্লটের জন্য জোর লড়াই, কারা সুযোগ পাবেন

আইপিএল এর পরেই শুরু হয়ে যাবে টি-টোয়েন্টি বিশ্বকাপ, ৫ স্লটের জন্য জোর লড়াই, কারা...

এঁদের মধ্যে অক্ষরের ব্যাটিংয়ের হাত চমৎকার। ফিল্ডিংয়েও ভাল। তাই তিনি হয়তো এগিয়ে।কিন্তু বোলিঙের দিক থেকে এগিয়ে চাহাল। তবে এখন নির্বাচক কমিটি কার দিকে ঝুঁকবেন, সেটা বোঝা যাবে, এপ্রিলের শেষে।
তীব্র গরমেও ভোটদানে এগিয়ে বাংলা, সকাল ১১ টা পর্যন্ত তিন কেন্দ্রে কত ভোট পড়ল?

তীব্র গরমেও ভোটদানে এগিয়ে বাংলা, সকাল ১১ টা পর্যন্ত তিন কেন্দ্রে কত ভোট পড়ল?

প্রথম দিন বাংলার তিন কেন্দ্রে ভোটগ্রহণ। আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহার। সকাল ৯ টা পর্যন্ত প্রাপ্ত ভোটের হার ছিল ১৫%। পরের দু'ঘন্টায় অর্থাৎ বেলা ১১টা পর্যন্ত ভোটদানের হার বেড়ে হল ৩৩.৫৬%।
নির্বাচনের সময় আবার উত্তপ্ত শীতলকুচি, ভোটদানে বাধা হাঁসুয়ার কোপ বিজেপি কর্মীর মাথায়

নির্বাচনের সময় আবার উত্তপ্ত শীতলকুচি, ভোটদানে বাধা, হাঁসুয়ার কোপ বিজেপি কর্মীর মাথায়

তৃণমূলের ভোটারদের ভোট দিতে না যাওয়ার হুমকি। এমনকি তৃণমূলের পঞ্চায়েত সদস্য কেও প্রাণে মেরে ফেলার হুমকি, অভিযোগ বিজেপির বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে সংশ্লিষ্ট এলাকায়।
ভোটের প্রথম দিনেই অশান্তি বাংলায়, পিসরুম থেকে নজরদারি রাজ্যপালের

ভোটের প্রথম দিনেই অশান্তি বাংলায়, পিসরুম থেকে নজরদারি রাজ্যপালের

শীতলকুচিতে এক বিজেপি কর্মীর ওপর হাঁসুয়া দিয়ে হামলার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। তাঁর হাতে ও মাথায় কোপ পড়েছে বলে অভিযোগ। পাশাপাশি, ভোট দানেও বাধা দেওয়া হচ্ছে বলে বিজেপি কর্মীরা নালিশ জানিয়েছেন।

Lifestyle and More...