নজরবন্দি ব্যুরোঃ চলতি বছর ছত্রপতি শিবাজির রাজ্যাভিষেকের ৩৫০ বছর পূর্তি। আর সেই উপলক্ষ্যেই কিন্তু ইংল্যান্ড থেকে দেশে ফিরছে শিবাজির ঐতিহাসিক অস্ত্র ‘বাঘনখ’! এই অস্ত্র দিয়েই কিন্তু শিবাজি হারিয়েছিলেন বিজাপুরের ধুরন্ধর সেনাপতি আফজল খাঁকে। হাতবদল হতে চলেছে এই নভেম্বরেই। ফিরিয়ে আনতে যাচ্ছেন মহারাষ্ট্রের সংস্কৃতি মন্ত্রী সুধীর মুনগান্তিওয়ার।
আরও পড়ুনঃ রাজধানীতে মহা জমায়েত! রাজ্য সরকারের বিরুদ্ধে প্রতিবাদে দিল্লির পথে TET চাকরিপ্রার্থীরা
ভারতকে স্বাধীনতা দিলেও এ দেশ থেকে অনেক কিছুই নিয়ে গিয়েছিলেন ব্রিটিশরা। তার মধ্যে যেমন রয়েছে ময়ূর সিংহাসন বা কোহিনূর হিরে। ইতিহাস বলছে, ১৮১৮ সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্তা জেমস গ্র্যান্ট ডাফকে ‘বাঘনখ’ দিয়েছিলেন শিবাজি। ডাফ দেশে ফেরার সময় সেটা সঙ্গে নিয়েই যান। পরে তা তুলে দেন ব্রিটিশ ওই মিউজিয়ামকে। সেই থেকে ইংল্যান্ডেই ছিল এই বাঘনখ। এবার কিন্তু তা ফেরত আসছে ভারতে।

বাঘনখটি আনতে মহারাষ্ট্রের সংস্কৃতি মন্ত্রী সুধীর মুনগান্তিওয়ার মঙ্গলবার লন্ডন যাচ্ছেন। সেখানেই এই অস্ত্র ভারতে ফেরানোর বিষয়ে মউ স্বাক্ষরিত হবে। নভেম্বরে দেশে ফিরলে তা দক্ষিণ মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ মিউজিয়ামে রাখা হবে। এই বাঘনখটি কিন্তু শিবাজির নামের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে।

ইতিহাসে রয়েছে, ১৬৫৯ সালে বিজাপুর সাম্রাজ্যের সেনাপতি আফজল খাঁকে এই অস্ত্রের সাহায্যেই হারিয়ে দেন শিবাজি। প্রতাপগড় কেল্লার সামনে আফজল ও শিবাজির লড়াই সর্বজনবিদিত। শিবাজির সঙ্গে সন্ধির সময় তাঁকে আলিঙ্গনের অছিলায় তাঁর পিঠে ছুরি বসিয়ে দেন আফজল। কিন্তু শিবাজির হাতের মুঠোয় ধরা ছিল ‘বাঘনখ’। আর তা দিয়ে কিন্তু শিবাজি পরাস্ত করেন আফজলকে।
অতিক্রান্ত ৩৫০ বছর, অবশেষে ইংল্যান্ড থেকে দেশে ফিরছে শিবাজির ঐতিহাসিক অস্ত্র ‘বাঘনখ’!
তবে হ্যাঁ, যে বাঘনখটি ইংল্যান্ড থেকে ফেরত আসছে তা কি সত্যিই সেই অস্ত্রটি যেটি দিয়ে আফজল খাঁকে হারিয়েছিলেন শিবাজি? তা নিয়ে কিন্তু সন্দেহ থেকেই যাচ্ছে। কারণ, অনেকেই এটির সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন। ভিক্টোরিয়া অ্যান্ড অ্যালবার্ট মিউজিয়ামের ওয়েবসাইটে বলা হয়েছে শিবাজি ওই অস্ত্র ব্যবহার করেননি। শিবসেনার আদিত্য ঠাকরেও এই প্রশ্ন তুলেছেন। তবুও, যে এত বছর পর ভারতীয় এই অস্ত্র দেশে ফেরত আসছে ইংল্যান্ড থেকে এটাও কি খুব কম কথা!
