নজরবন্দি ব্যুরোঃ আজ বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহার জন্মদিন। ৩৬ এ পা দিলেন এই তারকা। সম্প্রতি তার ‘দাহার’ সিনেমা মুক্তি পেয়েছে। সেখানে তাঁকে এক পুলিশের চরিত্রে অভিনয় করতে দেখা গেছিলো। যেখানে অভিনয় করে প্রচুর প্রশংসা কুড়িয়েছেন অভিনেত্রী।
আরও পড়ুনঃ অপরাধ ১৬০০ টাকা খরচ! মাকে সবার সামনে চরম শাসন সারার!
তার প্রথম সিনেমা দাবাং। যেখানে তার বিপরীতে সালমান খানকে অভিনয় করতে দেখা গেছিলো। প্রথম মুভি থেকেই তার সাফল্য আকাশ ছোঁয়া। এখনও অবধি তার ঝুলিতে বহু সিনেমা আছে। নিজের উপার্জনে কিনেছেন সমুদ্রের ধারে বিলাসবহুল অ্যাপার্টমেন্টও। আপাতত সেখানেই বেশিরভাগ সময় কাটান তিনি।
তার অভিনয় জীবনের পাশাপাশি তার ব্যাক্তিগত জীবনও বেশ চর্চিত। তার ব্যাপারে এক গুঞ্জন উঠেছে সম্প্রতি তিন কাপুরের সাথেই নাকি তার প্রেমের সম্পর্ক। দুই কাপুরের সঙ্গে তার প্রেমের কথা প্রায় সবাই জানে। তবে এবার কানাঘুষো শোনা যাচ্ছে অর্জুন কপুরের সঙ্গে কাজ করার সময়ও নাকি তাঁদের মধ্যে প্রেম বেশ জমে উঠেছিল।
তিন কাপুরের সাথেই চুটিয়ে প্রেম করেছেন, গোপন তথ্য সামনে এলো

রাজকুমারের সেটে একসাথে কাজ করেছিলেন শাহিদ কপুর এবং সোনাক্ষী সেখানেই শুটিং ফ্লোরে তাঁদের বন্ধুত বেশ গাড় হয়ে ওঠে এবং তাঁরা প্রেমের সম্পর্কে জড়ায়। এরপরে আদিত্য রয় কাপুরের সঙ্গেও তার সম্পর্ক জোরাল হয়। তারাও নাকি দুজনে একসঙ্গে প্রেম করত। তবে তাঁরা কেউ এমনকি সোনাক্ষীও নিজের মুখে কোন সম্পর্কের কথা স্বীকার করেননি।