মনে হচ্ছে এটা খুনের ঘটনাই, লখিমপুর কাণ্ডে সুপ্রিম কোর্টে অস্বস্তিতে যোগী সরকার!

নিজস্ব প্রতিনিধি, নজরবন্দি.ইন

নজরবন্দি ব্যুরোঃ লখিমপুর হিংসা কাণ্ডে দ্বিতীয় দিনের শুনানিতেও স্বস্তি পেল না উত্তরপ্রদেশ সরকার। খোদ সরকার পক্ষের আইনজীবী সুপ্রিম কোর্টে বলে বসলেন, ‘মনে হচ্ছে এটা খুনের ঘটনাই’। এদিন মামলার শুনানির শুরুতেই প্রধান বিচারপতি এনভি রমণ জানিয়ে দেন, “আমাদের কাছে শতাধিক ই-মেইল এসেছে। আমরা দুই আইনজীবী ও রাজ্যের তরফে হাজির কাউন্সিল ছাড়া কাউকে কথা বলতে দেওয়া হবে না।”

আরও পড়ুনঃ বাজি বিহীন কালীপুজো চাই, কলকাতা হাইকোর্টে দায়ের হল জনস্বার্থ মামলা।

গতকাল, এই মামলার প্রথমদিনে উত্তরপ্রদেশ সরকারকে এফআইআরের যাবতীয় তথ্য, মৃত আটজন সম্পর্কে বিস্তারিত তথ্য় সহ মামলার যাবতীয় গতিপ্রকৃতি নিয়ে একটি রিপোর্ট জমা দিতে বলেছিল সুপ্রিম কোর্ট। সেই রিপোর্ট জমা করা হয়েছে বলে জানান উত্তরপ্রদেশ সরকারের আইনজীবী হরিশ সালভে। তিনি বলেন, “প্রাথমিক রিপোর্ট জমা দেওয়া হয়েছে, তবে আগামিদিনে মামলার আরও নানা দিক সামনে আসবে। যার বিরুদ্ধে প্রধান অভিযোগ দায়ের করা হয়েছে, তাঁর আজই হাজির হওয়ার কথা থাকলেও তাঁকে আগামিকাল সকাল ১১টা অবধি সময় দেওয়া হয়েছে।”

উল্লেখ্য, গতকালই পুলিশ লখিমপুরকাণ্ডে অভিযুক্ত দুই ব্যক্তিকে গ্রেফতার করে এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় কুমার মিশ্রের ছেলে আশীষ মিশ্রকে জিজ্ঞাসাবাদের জন্য হাজিরা দিতে বলা হয়। যদিও আজ মন্ত্রীপুত্র সেই সমন এড়িয়ে গিয়েছেন এবং হাজিরা দেননি। সেই কারনেই তাঁকে আগামিকাল সকাল ১১ টা পর্যন্ত সময় দেওয়া হয়েছে।

মনে হচ্ছে এটা খুনের ঘটনাই, বললেন উত্তরপ্রদেশ সরকারেরই আইনজীবী!

মনে হচ্ছে এটা খুনের ঘটনাই, বললেন উত্তরপ্রদেশ সরকারেরই আইনজীবী!
মনে হচ্ছে এটা খুনের ঘটনাই, বললেন উত্তরপ্রদেশ সরকারেরই আইনজীবী!

এদিকে উত্তরপ্রদেশ সরকারের আইনজীবী হরিশ সালভের মন্তব্যের পরিপ্রেক্ষিতে, প্রধান বিচারপতি প্রশ্ন করেন, “এফআইআরে দেখা যাচ্ছে অভিযুক্তের বিরুদ্ধে ৩০৩ ধারায় মামলা দায়ের করা হয়েছে। তবে বাকি অপরাধীদের মতোই তাঁকেও গণ্য করা হচ্ছে কেন?” জবাবে হরিশ সালভে বলেন, “কৃষকদের ময়নাতদন্তের রিপোর্টে বুলেটের আঘাতের কোনও প্রমাণ মেলেনি। যেভাবে গাড়িটি চালানো হয়েছিল, তা দেখে মনে করা হচ্ছে ৩০২ ধারায় মামলা দায়ের করা উচিত। তবে আমি বলতে চাই যে, মনে হচ্ছে এটা খুনের ঘটনাই।”

তাঁর কথায়, “যতদিন বিচারপ্রক্রিয়া চলছে, ততদিন হয়তো শব্দটি ব্যবহার করলেও যদি প্রমাণগুলি সত্য বলে প্রমাণিত হয়, তবে এটিকে ৩০২ ধারার (খুনের) মামলা হিসাবেই গণ্য় করা উচিত।” এরপর সুপ্রিম কোর্ট জানতে চায়, এই মামলায় সিবিআই তদন্ত হচ্ছে কিনা। তখন উত্তরপ্রদেশের আইনজীবী বলেন, এখনও সরকারের পক্ষ থেকে সিবিআই তদন্তের দাবি জানানো হয়নি। সব শুনে প্রধান বিচারপতি বলেন, এই মামলার পরবর্তী শুনানি হবে আগামী ২৩ অক্টোবর।

Related News

Health

ফের দেশে বাড়ছে করোনার প্রকোপ, গত এক দিনে মৃত্যু ৪ জনের

Corona Virus: ফের দেশে বাড়ছে করোনার প্রকোপ, গত এক দিনে মৃত্যু...

গত ২৪ ঘণ্টায় এ দেশে করোনামুক্ত হয়েছেন ৩২৫ জন। সুস্থতার হার ৯৮.৮১ শতাংশ। শুধু দেশেই নয় গোটা বিশ্বব্যাপী ফের করোনার বাড়বাড়ন্ত লক্ষ্য করা যাচ্ছে। WHO দেওয়া তথ্য বলছে গোটা দুনিয়ায় করোনার দাপট ৫২ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
পাকিস্তানের বিরুদ্ধে খেলতে আমার কোনও সমস্যা নেই, সাফ জানালেন রোহিত

পাকিস্তানের বিরুদ্ধে খেলতে আমার কোনও সমস্যা নেই, সাফ জানালেন রোহিত

আমি সব সময় খেলতে আগ্রহী। দুই দেশের মধ্যে ক্রিকেট যুদ্ধ তখন দেখার মতো হবে। আমরা ওদের বিরুদ্ধে আইসিসি টুর্নামেন্টে খেলেছি। নিছক ক্রিকেটীয় ভিত্তিতে বলছি, পাকিস্তানের বিরুদ্ধে খেলতে আমার কোনও সমস‌্যা নেই।”
দিনহাটায় উদয়নকে ঘিরে মহিলাদের বিক্ষোভ, বিজেপির 'সাজানো' ঘটনা পাল্টা মন্ত্রীমশাই!

দিনহাটায় উদয়নকে ঘিরে মহিলাদের বিক্ষোভ, বিজেপির ‘সাজানো’ ঘটনা পাল্টা মন্ত্রীমশাই!

নিজের গড়েই বিক্ষোভের মুখে পড়লেন উত্তরবঙ্গের উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ। তাঁর ইন্ধনেই বিজেপি নেতাকে গ্রেফতার করা হয়েছে বলে অভিযোগ গ্রামের মহিলাদের। তাঁরা উদয়নের গাড়ি আটকে...
সাগরে ঘূর্ণাবর্তের জেরে দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস, তাপপ্রবাহের মাঝে কোন কোন জেলায় স্বস্তি?

সাগরে ঘূর্ণাবর্তের জেরে দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস, তাপপ্রবাহের মাঝে কোন কোন জেলায় স্বস্তি?

উত্তরবঙ্গের (North Bengal) উপরের কয়েকটি জেলায় যেমন আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িটে হালকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। তবে উত্তরবঙ্গের নীচের তিন জেলায় মালদহ, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনায় গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে।
আলাদা প্রশাসনের দাবিতে ভোট বয়কট, শেষমেশ নাগাল্যান্ডে ভোটের হার কত?

আলাদা প্রশাসনের দাবিতে ভোট বয়কট, শেষমেশ নাগাল্যান্ডে ভোটের হার কত?

আজ ১৯ এপ্রিল। শুরু হয়ে গেল লোকসভা নির্বাচন। একদিকে যখন বাংলায় ভোটদানের হার সাংঘাতিক রকম ভালো সেখানে নাগাল্যান্ডের ৬ জেলায় প্রায় শূন্য শতাংশ ভোট পড়ল।
বদলে গেল ডিডি নিউজের লোগো, গেরুয়ার ছোঁয়া এবার সরকারি খবরের চ্যানেলে

বদলে গেল ডিডি নিউজের লোগো, গেরুয়ার ছোঁয়া এবার সরকারি খবরের চ্যানেলে

তিনি জানিয়েছেন, 'রংটা কমলা। ছয় সাতমাস আগে আমরা ডিডি ইন্ডিয়ার লোগোও একই রঙের করেছি জি ২০ এর আগে। তাই সেটার সঙ্গে মিল রাখতেই এটাকে পাল্টানো হল যাতে একই রকম লাগে দেখতে।'

Lifestyle and More...