Sania Mirza: ইউ এস ওপেন থেকে ছিটকে গেলেন সানিয়া মির্জা, জানালেন সোশ্যাল মিডিয়ায়

ইউ এস ওপেন থেকে ছিটকে গেলেন সানিয়া মির্জা, জানালেন সোশ্যাল মিডিয়ায়
Sania Mirza knocked out of the US Open

নজরবন্দি ব্যুরোঃ ইউ এস ওপেন থেকে ছিটকে গেলেন সানিয়া মির্জা। মঙ্গলবার সকালে একটি ইন্সটাগ্রাম স্টোরির মাধ্যমে এমনটাই জানালেন এই টেনিস তারকা। তিনি জানিয়েছেন, দু’সপ্তাহ আগে কানাডায় খেলার সময় চোটের কারণেই ইউএস ওপেন থেকে নাম প্রত্যাহার করলেন তিনি।

আরও পড়ুনঃ করোনায় আক্রান্ত রাহুল দ্রাবিড়, এশিয়া কাপে বড় ধাক্কা ভারতের

আজ সকালে ইন্সটাগ্রামে সানিয়া লেখেন, ‘হাই বন্ধুরা, একটা দ্রুত আপডেট। তেমন ভাল কোনও খবর নয়। দু’ সপ্তাহ আগে কানাডায় খেলতে গিয়ে ফোরআর্ম-কনুইয়ে চোট পেয়েছিলাম। তখন বুঝতে পারিনি চোট কতটা গুরুতর, কাল স্ক্যান করিয়ে জানতে পারলাম। এমনকী টেন্ডনের কিছুটা অংশ ছিঁড়েছে। আমি বেশ কয়েক সপ্তাহ কোর্টের বাইরে থাকব।

ইউ এস ওপেন থেকে ছিটকে গেলেন সানিয়া মির্জা, জানালেন সোশ্যাল মিডিয়ায়

তাই ইউএস ওপেন থেকে নিজের নাম তুলে নিলাম। এটা একদমই আদর্শ নয় এবং খারাপ সময়ে হল। আমার অবসরের প্ল্যানও এজন্য পাল্টাবে। যা হবে সব আপনাদের জানাব। আমার তরফ থেকে সবাইকে ভালবাসা।’ ২০২২ মরশুমটাই শেষ। সম্প্রতি এই ঘোষণা করেন ভারতের টেনিস তারকা সানিয়া মির্জা।

Sania Mirza: ইউ এস ওপেন থেকে ছিটকে গেলেন সানিয়া মির্জা, জানালেন সোশ্যাল মিডিয়ায়

ইউ এস ওপেন থেকে ছিটকে গেলেন সানিয়া মির্জা, জানালেন সোশ্যাল মিডিয়ায়

Sania Mirza: ইউ এস ওপেন থেকে ছিটকে গেলেন সানিয়া মির্জা, জানালেন সোশ্যাল মিডিয়ায়

১৯ জানুয়ারি অস্ট্রেলিয়ান ওপেনে মহিলাদের ডাবলসের প্রথম রাউন্ডে হারের পর অবসরের ঘোষণা করেন সানিয়া। জানিয়ে দেন ২০২২ মরশুমের পর তিনি ব়্যাকেট তুলে রাখবেন। ৩৫ বছর বয়সি সানিয়া বর্তমানে ভারতের সবথেকে সফল টেনিস প্লেয়ার। তাঁর ঝুলিতে আছে ছ’টা গ্র্যান্ড স্ল্যাম খেতাব।