95th oskar: অস্কারের মঞ্চে সেরার মুকুট ভারতের, সেরা পুরস্কার জিতেছে ‘আরআরআর’ ছবির গান ‘নাটু নাটু’ এবং ‘দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স’

অস্কারের মঞ্চে সেরার মুকুট ভারতের, সেরা পুরস্কার জিতেছে ‘আরআরআর’ ছবির গান ‘নাটু নাটু' এবং ‘দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স’
The elephant whisperers roars 95th oskar

নজরবন্দি ব্যুরোঃ এবার অস্কারের মঞ্চে ইতিহাস তৈরি করল ভারতীয় চলচিত্ত। মৌলিক সঙ্গীত বিভাগে সেরা গানের পুরস্কার জিতেছে ‘নাটু নাটু’ এবং সেরা ডকুমেন্টারি শর্ট ফিল্ম পুরস্কার জিতেছে দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স। ভারতের জন্য সত্যিই এটি একটি ঐতিহাসিক দিন। প্রধানমন্ত্রীসহ মুখ্যমন্ত্রী সকলে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন।

আরও পড়ুনঃ ‘বনি যা করেছে বেশ করেছে’, কেন এই কথা বললেন প্রযোজক রানা সরকার?

‘দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স’ গুনীত মোঙ্গা প্রযোজিত এই ছবিটিতে দক্ষিণ ভারতের এক আদিবাসী দম্পতির কাছে রঘু নামক একটি হাতির শাবকের বেড়ে ওঠার ঘটনা তুলে ধরা হয়েছে। এবং নাটু নাটু মূলত কিরাভানি রচিত এবং এই গানের কথা লিখেছেন চন্দ্রবোস।

natu natu

 এবার নজির গড়লেন ভারতের যেই দুই সিনে-নির্মাতা তারা দুজনেই মহিলা। ভারতের ইতিহাসে এই প্রথম বার এই ঘটনা ঘটলো, কোন মহিলার হাত ধরে ভারতের হাতে অস্কার এলো। সারা ভারত জুড়ে নারীর জয়জয়কার হচ্ছে।

অস্কারের মঞ্চে সেরার মুকুট ভারতের, ইতিহাসের পাতায় নাম এবার দুই নারীর

oskar
অস্কারের মঞ্চে সেরার মুকুট ভারতের, ইতিহাসের পাতায় নাম এবার দুই নারীর

এছাড়াও 95তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ড উৎসবে গায়ক রাহুল সিপলিগঞ্জ এবং কালা ভৈরবের ‘নাটু নাটু’ গানে নেচে অনুষ্ঠানটিকে দীপিকা পাড়ুকোন আরও বিশেষ করে তুলেছিলেন। সুরকার এমএম কিরাভানি এবং অভিনেতা রাম চরণ এবং এনটিআর জুনিয়রও দর্শকদের অংশ ছিলেন। তারাও দর্শকদের সাথে রাহুল সিপলিগঞ্জ এবং কালা ভৈরবের ‘নাটু নাটু’ গানে নেচে উঠেছিলেন।