ত্রিপুরায় চলছে দুয়ারে দানব, বিপ্লব সরকারকে তীব্র আক্রমন ঋতব্রতর!

নিজস্ব প্রতিনিধি, নজরবন্দি.ইন

নজরবন্দি ব্যুরোঃ ত্রিপুরায় চলছে দুয়ারে দানব, এভাবেই ত্রিপুরার বিপ্লব দেব নেতৃত্বাধীন বিজেপি সরকার কে আক্রমন করলেন তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। এদিন আগরতলায় সাংবাদিক বৈঠক করেন ঋতব্রত। তাঁর সাথে ছিলেন ত্রিপুরার তৃণমূল কংগ্রেস নেতা সুবল ভৌমিক। সেই সাংবাদিক বৈঠক থেকেই বিজেপি সরকার কে তুলোধনা করেন তিনি।

আরও পড়ুনঃ ৯ ঘন্টা জিজ্ঞাসাবাদে সন্তষ্ট নয় ইডি, ৪৮ ঘন্টার মধ্যে ফের তলব অভিষেক বন্দ্যোপাধ্যায়কে।

দুদিন আগে বিপ্লব দেবের মন্তব্যের কড়া প্রতিক্রিয়া দেন প্রাক্তন সাংসদ। দু’দিন আগে ফেসবুকে তৃণমূল কংগ্রেসকে গরু পাচারকারী দল বলেছিলেন বিপ্লব দেব। সঙ্গে হুশিয়ারি দিয়ে বলেছিলেন, তৃণমূল কংগ্রেসে যাঁরা যোগ দিচ্ছেন তাঁদের গ্রেফতার করা হবে। এদিন সাংবাদিক বৈঠকে ঋতব্রত বলেন, ”কারা গরু পাচারকারী, আর কারা নয়––তা ঠিক করার এক্তিয়ার দেশের আইন–আদালত ত্রিপুরার মুখ্যমন্ত্রীকে দেয়নি।”

ত্রিপুরায় চলছে দুয়ারে দানব, বিপ্লব সরকারকে তীব্র আক্রমন ঋতব্রত বন্দোপাধ্যায়ের। 

ত্রিপুরায় চলছে দুয়ারে দানব, বিপ্লব সরকারকে তীব্র আক্রমন ঋতব্রতর!

তাঁর কথায়, ত্রিপুরায় চলছে দুয়ারে দানব! তিনি বলেন, “বাংলার রয়্যাল বেঙ্গল টাইগার কাকে বলে সোমবার দিল্লিতে তা দেখা গেছে৷ আমাদের ক্যাপ্টেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা ত্রিপুরায় এসে সাংগঠনিক কাজ করছি। ২০২৩–এ তৃণমূল কংগ্রেসের সরকার তৈরি হওয়ার পর বাংলার মতোই এখানে দুয়ারে সরকার কর্মসূচি হবে।”

অভিষেকের সুরে ঋতব্রত বলেন, “৩১ ডিসেম্বরের মধ্যে ত্রিপুরার জেলার সব বুথে তৃণমূল কংগ্রেস বুথ কমিটি তৈরি করবে। আসলে বিজেপি বুঝতে পারছে, তাদের পায়ের তলার মাটি সরছে। তাই গ্রেফতারের হুমকি দিচ্ছে, রক্তচক্ষু দেখাচ্ছে, গাড়ি ভাঙছে, আমাদের নেতা–কর্মীদের উপর হামলা করছে৷ এ সব করে তৃণমূল কংগ্রেসকে রোখা যায়নি, যাবে না।

Related News

Health

এক চুমুকেই বাড়বে জেল্লা, জানুন কী সেই মিরাক্কেল ড্রিংক

এক চুমুকেই বাড়বে জেল্লা, জানুন কী সেই মিরাক্কেল ড্রিংক

সুন্দর ত্বকের অধিকারিণী হতে কেনা চায়। সকলেই চায় তাদের দাগহীন, চকচকে, ফর্সা ত্বক হোক। কিন্তু সুন্দর ত্বক পাওয়া অতটাই সহজ নয়।
দেশ জুড়ে ষষ্ঠ দফার নির্বাচনে লড়াই করবেন একঝাঁক হেভিওয়েট

দেশ জুড়ে ষষ্ঠ দফার নির্বাচনে লড়াই করবেন একঝাঁক হেভিওয়েট

অপরদিকে মেদিনীপুর লোকসভা থেকে মুখোমুখি লড়াই করবেন তৃণমূলের প্রার্থী অভিনেত্রী জুন মালিয়া তার বিরুদ্ধে বিপরীত দিকের প্রার্থী বিজেপির ফ্যাশন ডিজাইনার তথা নেত্রী অগ্নিমিত্রা পাল। সব মিলিয়ে রাত পোহালে বাংলা তথা দেশের অন্যান্য রাজ্যেও ভোট গ্রহণ শুরু হবে।
নির্বাচনের আগে মহানগর থেকে উদ্ধার অস্ত্র, গ্রেফতার এক

নির্বাচনের আগে মহানগর থেকে উদ্ধার অস্ত্র, গ্রেফতার এক

উদ্ধার হয় বিপুল অস্ত্র। তার কাছে একটি ব্যাগে লুকনো ছিল আগ্নেয়াস্ত্র। এদিকে কলকাতায় ভোটের আগে এহেন অস্ত্র উদ্ধারের ঘটনায় উদ্বিগ্ন প্রশাসন। কোথা থেকে এত অস্ত্র এল, কোথায় সেগুলি নিয়ে যাওয়া হচ্ছিল, এই সমস্ত বিষয় ধৃতকে জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করছে পুলিশ। সমগ্র বিষয়টি খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
এবার থেকে বেশি রাতে পাওয়া যাবে মেট্রো, শেষ ট্রেন কখন?

এবার থেকে বেশি রাতে পাওয়া যাবে মেট্রো, শেষ ট্রেন কখন?

ব্লু লাইনে শুক্রবার অর্থাৎ ২৪ তারিখ থেকে পরীক্ষামূলকভাবে চালু করা হচ্ছে বিশেষ এই মেট্রো পরিষেবা। শনি ও রবিবার ছাড়া সপ্তাহের বাকি সব দিন রাত ১১টায় শেষ মেট্রো ছাড়বে কবি সুভাষ ও দমদম থেকে। বলার অপেক্ষা রাখে না, কলকাতা মেট্রোর এহেন সিদ্ধান্তে উপকৃত হবেন রাতের দিকে অফিস ফেরত নিত্যযাত্রীরা।
ভারতীয় দলের কোচ হওয়া খুব চাপের ও রাজনীতি আছে, রাহুলের কথা মেনে না বললেন ল্যাঙ্গার

ভারতীয় দলের কোচ হওয়া খুব চাপের ও রাজনীতি আছে, রাহুলের কথা মেনে না বললেন...

রাহুল তাঁকে জানান, যদি আইপিএলে কোচিংয়ের সঙ্গে তুলনা করতে হয় তাহলে জাতীয় দলের কোচ হওয়া ১০০০ গুণ বেশি চাপের। সেই সঙ্গে রয়েছে ক্রিকেট নিয়ে রাজনীতি”।
ভোটের আগের দিন বিজেপি নেতার গাড়ি থেকে উদ্ধার ২৪ লক্ষ, ব্যাপক শোরগোল ঘাটালে!

ভোটের আগের দিন বিজেপি নেতার গাড়ি থেকে উদ্ধার ২৪ লক্ষ, ব্যাপক শোরগোল ঘাটালে!

যদিও তাঁর দাবি, এই টাকা নির্বাচন খাতের। তিনি পার্টি অফিস থেকে টাকা নিয়ে অন্যত্র যাচ্ছিলেন। পাল্টা আবার ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়ের বক্তব্য, গাড়িতে টাকা ঢুকিয়ে দিয়ে ফাঁসানো হয়েছে বিজেপির নেতাকে।

Lifestyle and More...