অঝোরে চুল পড়া-অ্যান্টি স্ট্রেস! সহজেই মিলবে রেহাই, রইল প্রতিকারের উপায়
remedies to reduce hair loss

নজরবন্দি ব্যুরো: কমবেশি সবারই চুল পড়ে। তবে কখনও কখনও আবহাওয়ার পরিবর্তন বা জলের কেমিক্যাল, কিংবা PCOD- থাইরয়েডের জন্যও চুল পড়া বাড়তে থাকে। তাছাড়াও প্রতিনিয়ত চলতে থাকা হাজারো চাপের জন্য অনেকের অ্যান্টি স্ট্রেসের লক্ষণ দেখা যায়। আর এই প্রতিদিনের চুল পড়া হোক বা অ্যান্টি স্ট্রেসের লক্ষণ নিয়ে বেশ চিন্তায় পড়েছেন আপনি।

আরও পড়ুন: Vishwakarma Puja: বিশ্বকর্মা পুজোয় কেন ঘুড়ি ওড়ানো হয়? পুরাণের ব্যাখা শুনুন

তবে দুশ্চিন্তা করার কোনও দরকার নেই। চুল পড়া রোধ করার পাশাপাশি অ্যান্টি স্ট্রেসের লক্ষণের জন্য এবার ঘরোয়া টোটকা রইল আপনাদের জন্য। খুব সহজেই লবঙ্গ ব্যবহার করে আপনি এই চুলের সমস্যার পাশাপাশি অ্যান্টি স্ট্রেসের হাত থেকেও রেখাই পাবেন। শুধু চুল নয়, পাশাপাশি ত্বক, দাঁত, ব্যাকটেরিয়া দূর করতে এবং অ্যালার্জি সবতেই লবঙ্গ ব্যবহার করা যায়।

অঝোরে চুল পড়া-অ্যান্টি স্ট্রেস, রইল প্রতিকারের উপায়
অঝোরে চুল পড়া-অ্যান্টি স্ট্রেস, রইল প্রতিকারের উপায়

১, রাতে ঘুমানোর আগে ত্বকে ও চুলের লবঙ্গের তেল ব্যবহার করতে পারেন। তেল নিয়ে সারা মাথায় লাগিয়ে নিন। পরের দিন উঠে শ্যাম্পু করে নিতে পারেন। এই তেল বলিরেখা কমায় এবং ত্বকের অকাল বার্ধক্য রোধ করে। এছাড়াও ত্বকের জন্য আপনি ফেস সিরাম বা ক্রিমগুলিতেও কয়েক ফোঁটা লবঙ্গ তেল মিশিয়ে ব্যবহার করতে পারেন।

অঝোরে চুল পড়া-অ্যান্টি স্ট্রেস, রইল প্রতিকারের উপায়

২, বিশেষ করে চুল পড়া কমাতে এবং চুলের সৌন্দর্য বাড়াতে লবঙ্গ তেলের জুড়ি মেলা ভার। এক্ষেত্রে হাফ চামচ লবঙ্গ তেলের সঙ্গে সম পরিমাণ অলিভ অয়েল মিশিয়ে সেই মিশ্রণ চুলের গোড়ায় লাগিয়ে ১০ মিনিট ভাল করে ম্যাসেজ করতে হবে। এর ২০ মিনিট পর ঠান্ডা জল দিয়ে চুল ধুয়ে নিতে হবে। এতে বাড়বে চুলের জেল্লা। তাছাড়াও দাঁতের ব্যথা, কাশিতে দারুণ কার্যকরী লবঙ্গ

অঝোরে চুল পড়া-অ্যান্টি স্ট্রেস, রইল প্রতিকারের উপায়

অঝোরে চুল পড়া-অ্যান্টি স্ট্রেস, রইল প্রতিকারের উপায়