স্পিলবার্গদের পিছনে ফেলে আন্তর্জাতিক পুরস্কার পেলেন রাজামৌলি, RRR গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডে পেল মনোনয়ন
Rajamouli won international awards.

নজরবন্দি ব্যুরোঃ সারা বিশ্বজুড়ে জনপ্রিয়তা পেয়েছে এস এস রাজামৌলির ছবি আরআরআর। রামচরণ ও জুনিয়রর এনটিআরের এই ছবি বক্স অফিসে যেমন ঝড় তুলেছে তেমনই পেয়েছে একাধিক পুরস্কার। তবে এবার ভারতের নাম উজ্জ্বল করেছে এই ছবি।

আরও পড়ুনঃ মিঠুনের সঙ্গে বিয়ে হলে আর সিনেমা করা হত না, মৃগয়ার স্মৃতি উসকে বললেন মমতা শঙ্কর

২০২৩ সালের গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডের দুটি বিভাগে মনোনয়ন পেয়েছে এই ছবি, যা সত্যিই ভারতীয় সিনেমার কাছে গর্বের। বেস্ট নন ইংলিশ ল্যাঙ্গুয়েজ ছবি ও বেস্ট অরিজিনাল সঙ বিভাগে মনোনয়ন পেয়েছে এই ছবি। ছবির নাটু গানটি পেয়েছে অরিজিলান গানের বিভাগে মনোনয়ন।

স্পিলবার্গদের পিছনে ফেলে আন্তর্জাতিক পুরস্কার পেলেন রাজামৌলি, RRR গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডে  পেল মনোনয়ন

নিউ ইয়র্ক ফিল্ম ক্রিটিক্স সার্কল অ্যাওয়ার্ডে সেরা পরিচালকের পুরস্কার তুলে দেওয়া হল রাজামৌলির হাতে। স্টিফেন স্পিলবার্গ, ড্যারেন অ্যারোনফস্কি, সারাহ পোলির মতো হলিউডের নামী পরিচালকদের পিছনে ফেলে এই সম্মান পেলেন রাজামৌলি

স্পিলবার্গদের পিছনে ফেলে আন্তর্জাতিক পুরস্কার পেলেন রাজামৌলি, RRR গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডে  পেল মনোনয়ন

এদিকে, একটি সর্বভারতীয় বেসরকারি সংবাদমাধ্যমের ট্রু লেজেন্ড সম্মানে সম্মানিত করা হল সুপারহিট ছবির নায়ক রাম চরণকে। চলতি বছর হিন্দি, তামিল, তেলুগু ও মালয়ালম ভাষায় দেশে মুক্তি পেয়েছিল আরআরআর। জাপান ও আমেরিকার দর্শকদেরও মন জয় করে স্বাধীনতা সংগ্রামের কাহিনি নিয়ে তৈরি ছবিটি।

স্পিলবার্গদের পিছনে ফেলে আন্তর্জাতিক পুরস্কার পেলেন রাজামৌলি, RRR গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডে পেল মনোনয়ন

স্পিলবার্গদের পিছনে ফেলে আন্তর্জাতিক পুরস্কার পেলেন রাজামৌলি, RRR গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডে পেল মনোনয়ন

মুখ্য ভূমিকায় রাম চরণের সঙ্গে দেখা গিয়েছিল জুনিয়র NTR। এই সন্মান পাবার পর পরিচালক রাজ মৌলি টুইটারে লেখেন, ‘গোল্ডেন গ্লোবের জ্যুরিদের ধন্যবাদ। শুভেচ্ছা গোটা টিমকে। আমাদের ফ্যানেদের ও দর্শককে তাঁদের নিঃশর্ত ভালোবাসা ও সাপোর্টের জন্য ধন্যবাদ।’