Prasenjit Chatterjee: ‘সবাই জানতো আমাদের প্রেম, আমাদের ভালোবাসার কথা’ দেবশ্রী কে নিয়ে অকপট প্রসেনজিৎ

‘সবাই জানতো আমাদের প্রেম, আমাদের ভালোবাসার কথা’ দেবশ্রী কে নিয়ে অকপট প্রসেনজিৎ
Prasenjit is candid about Devashree

নজরবন্দি ব্যুরোঃ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের প্রথম প্রেম, প্রথম ক্রাশ- সবই দেবশ্রী রায়। ভালোবাসে পরস্পরকে বিয়ে করেছিলেন তাঁরা। ছোটবেলার বন্ধুত্ব, যৌবনে পা দিয়েই দাম্পত্যে জড়ান তাঁরা। সালটা ১৯৯২। তবে খুব বেশিদিন স্থায়ী হয়নি এই সম্পর্ক। তিন বছর পরেই ভেঙে যায় প্রসেনজিৎ-দেবশ্রীর বিয়ে। এই বিচ্ছেদ নিয়ে কম জলঘোলা হয়নি টলিপাড়ায়।

আরও পড়ুনঃ ‘পাঠান ২ চাই’! কী বললেন শাহরুখ ও পরিচালক?

‘সবাই জানতো আমাদের প্রেম, আমাদের ভালোবাসার কথা’ দেবশ্রী কে নিয়ে অকপট প্রসেনজিৎ

এরপর কেটে গিয়েছে তিন দশক। দেবশ্রীর সঙ্গে ডিভোর্স নিয়ে সম্প্রতি মুখ খুললেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এক প্রথমসারির বাংলা টেলিভিশান চ্যানেলে এক অনুষ্ঠানে দেবশ্রী কে নিয়ে মুখ খুলেছিলেন বুম্বা দা। তিনি বলেন, ‘ জীবনে প্রথম প্রেম, প্রথম ভালোবাসার একটা আলাদা জায়গা থাকে। আরেকটা ফ্যাক্টর ছিল আমার বয়সটা। আমি যে সময় বিয়ে করেছিলাম, যদি আরও পাঁচ বছর পর বিয়ে করতাম, হয়ত বিষয়টা আমরা দুজনেই অনেকটা ম্যাচিউরডভাবে হ্যান্ডেল করতে পারতাম।

‘সবাই জানতো আমাদের প্রেম, আমাদের ভালোবাসার কথা’ দেবশ্রী কে নিয়ে অকপট প্রসেনজিৎ
‘সবাই জানতো আমাদের প্রেম, আমাদের ভালোবাসার কথা’ দেবশ্রী কে নিয়ে অকপট প্রসেনজিৎ

তবে আমি কোনও জায়গায় কাউকে দোষ দিইনি। বলেছি সবটা আমার দোষ।’ তিনি আরও বলেন, ‘সবাই জানতো আমাদের প্রেম, আমাদের ভালোবাসার কথা। আমি ভয় পেতাম। লোকে ভাববে আমার ভালোবাসাটা বোধহয় জেনুইন ছিল না। হয়তো আমার ভালোবাসাটা ভুল ছিল, আমি ভালোবাসতে পারিনি। সেই ভাবনাটা থেকে ভিতরে ভিতরে কষ্ট পেতাম। লজ্জা, ভয়, অভিমান মিশিয়ে আমি কারুর সামনে যেতে পারিনি।

‘সবাই জানতো আমাদের প্রেম, আমাদের ভালোবাসার কথা’ দেবশ্রী কে নিয়ে অকপট প্রসেনজিৎ

‘সবাই জানতো আমাদের প্রেম, আমাদের ভালোবাসার কথা’ দেবশ্রী কে নিয়ে অকপট প্রসেনজিৎ

সেইসময় অনেক পরিচালক, কাছের বন্ধুরা আমার বাড়িতে এসে বলেছেন বলেছেন এটা জীবন নয়। তারপর ধীরে ধীরে কাজে ফিরেছি। আসলে বিয়ের কপালটা আমার খারাপ। এবং প্রত্যেক জায়গায় আমি একটাই কথা বলি যেটাই হয়েছে সেটা আমার দোষ, আমি তাঁকে বুঝতে পারিনি’।