নজরবন্দি ব্যুরো: দুর্গাপুজোয় রাজ্যের অনুদানকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে দায়ের হল জনস্বার্থ মামলা। প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চে মামলা দায়ের হয়েছে। চলতি সপ্তাহেই শুনানির সম্ভাবনা রয়েছে। পুজোর বাকি কয়েক সপ্তাহ, এরমধ্যে অনুদান নিয়ে মামলা দায়ের হওয়ায় শুরু হয়েছে বিভিন্ন জল্পনা।
আরও পড়ুন: Anubrata Mondal-র জামিন মামলায় CBI-কে নোটিস, তদন্তের গতি জানতে চাইল সুপ্রিম কোর্ট
সোমবার এই মামলা দায়ের করেন সৌরভ দত্ত। এই বছর পুজো ক্লাবগুলিকে ৭০ হাজার টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে রাজ্য সরকার। এই প্রতিশ্রুতিকে চ্যালেঞ্জ করেই পূর্বের জনস্বার্থ মামলার আবেদনের সঙ্গে সংযুক্ত হওয়ার আবেদন জানিয়ে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেন তিনি। নতুন আবেদন করার অনুমতি দেন প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম। আগামী কয়েকদিনের মধ্যেই শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে। অনুদানের বিষয় নিয়ে এর আগের বছরগুলিতেও কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়েছিল। সেই ধারা বজায় রেখেই এবছরও চিত্রটা কার্যত এক।
দুর্গাপুজো উপলক্ষে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমে পুজো ক্লাবগুলিকে ২৫ হাজার টাকা করে অনুদানের ঘোষণা করেছিলেন। পরবর্তীকালে তা বেড়ে দাঁড়ায় যথাক্রমে ৫০ হাজার ও ৬০ হাজার। চলতি বছর অনুদানের অঙ্ক আরও ১০ হাজার বাড়িয়ে প্রত্যেক ক্লাবকে ৭০ হাজার টাকা করে অনুদান দেওয়ার ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী।
অনুদানের বিরুদ্ধে হাইকোর্টে যে জনস্বার্থ মামলা দায়ের হয় সেগুলিতে প্রতিবারই রাজ্যের অনুদান বন্ধ করার দাবি খারিজ করে দেয় আদালত। রাজ্যের তরফে আদালতে একাধিক যুক্তি পেশ করা হয়। এরফলে হাইকোর্ট জনস্বার্থ মামলার আর্জি বাতিল করে ক্লাবগুলো কীভাবে টাকা খরচ করছে তার হিসেব দেওয়ার নির্দেশ দেয় রাজ্যকে।
পুজোর অনুদান ৭০ হাজার টাকা, মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতিকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে দায়ের জনস্বার্থ মামলা
