Anubrata Mondal-র জামিন মামলায় CBI-কে নোটিস, তদন্তের গতি জানতে চাইল সুপ্রিম কোর্ট
Supreme Court issues notice to CBI in Anubrata Mondal bail case

নজরবন্দি ব্যুরো: অনুব্রত জামিন মামলার নয়া মোড়! এবার জামিন মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইকে নোটিস দিল শীর্ষ আদালত। সোমবার সুপ্রিম কোর্টের পক্ষ থেকে সিবিআইয়ের কাছ থেকে নোটিসে জানতে চাওয়া হয়েছে যে, অনুব্রত জামিন মামলায় তদন্ত এখন কোন পর্যায়ে আছে? জানা গিয়েছে, বিচারপতি অনিরুদ্ধ বোস ও বিচারপতি বেলা এম ত্রিবেদীর এজলাসে এদিন মামলার শুনানি ছিল।

আরও পড়ুন: বাংলায় বাড়ছে ডেঙ্গুর দাপট, সাত জেলার রিপোর্টে উদ্বিগ্ন নবান্ন

উল্লেখ্য, গরুপাচার মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের হাতে গ্রেফতার হন বীরভূমের দাপুটে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল ওরফে কেষ্ট। এরপরেই তদন্তের জেরে বেরিয়ে এসেছে একের পর এক তথ্য। কিন্তু প্রথম থেকেই অসুস্থতার কারণ দেখিয়ে কলকাতা হাইকোর্টে জামিনের আবেদন জানিয়েছেন কেষ্ট। কিন্তু গত জানুয়ারি মাসে কলকাতা হাইকোর্ট অনুব্রত মণ্ডলের জামিনের আবেদন খারিজ করে দেয়।

Anubrata Mondal-র জামিন মামলায় CBI-কে নোটিস, তদন্ত এখন কোন পর্যায়ে আছে, জানতে চাইল সুপ্রিম কোর্ট

যদিওবা সিবিআইয়ের পক্ষ থেকে প্রথম থেকেই আদালতে জানানো হয়েছিল যে, বীরভূমের দাপুটে নেতা অনুব্রত মণ্ডলকে জামিন দিলে তদন্ত ব্যাহত হতে পারে। সিবিআইয়ের দাবি, বছরের পর বছর অনুব্রত বীরভূমের জেলা সভাপতি পদে থেকেছেন। তাই কার্যত কেষ্ট তাঁর ক্ষমতাকে কাজে লাগিয়েছেন গরু পাচারে। কিন্তু পাল্টা অনুব্রতর আইনজীবীও আদালতে দাবি করেছেন যে, ভিত্তিহীন দাবি করছে সিবিআই। আর এহেন পরিস্থিতিতে কেষ্টর জামিন মামলায় এবার সিবিআইকে নোটিস দিল সুপ্রিম কোর্ট।

Anubrata Mondal-র জামিন মামলায় CBI-কে নোটিস, তদন্ত এখন কোন পর্যায়ে আছে, জানতে চাইল সুপ্রিম কোর্ট

সোমবার বিচারপতি অনিরুদ্ধ বোস ও বিচারপতি বেলা এম ত্রিবেদীর এজলাসে এদিন মামলার শুনানি ছিল। আর এদিনের শুনানিতে অনুব্রত মণ্ডলের আইনজীবী পক্ষ থেকে বলা হয় যে, গরু পাচার মামলার সঙ্গে জড়িত অনেকেই ইতিমধ্যে জামিন পেয়েছেন। পাঁচটি চার্জশিট ফাইল হয়েছে। অনুব্রত মণ্ডল একমাত্র জেলে আছেন। ১৪ মাস ধরে জেলে আছেন উনি। এরপরেই আদালতের পক্ষ থেকে তদন্তের গতি জানতেই সিবিআইকে নোটিস জারি করা হয়।

Anubrata Mondal-র জামিন মামলায় CBI-কে নোটিস, তদন্ত এখন কোন পর্যায়ে আছে, জানতে চাইল সুপ্রিম কোর্ট

Anubrata Mondal-র জামিন মামলায় CBI-কে নোটিস, তদন্ত এখন কোন পর্যায়ে আছে, জানতে চাইল সুপ্রিম কোর্ট