নজরবন্দি ব্যুরো: মোহনবাগান সমর্থকদের রিমুভ ATK আন্দোলন ফল পেয়েছে। সমর্থকদের একাংশ দীর্ঘদিন ধরে মোহনবাগান নামের আগে থেকে ATK সরানোর দাবি করছিলেন। চ্যাম্পিয়ন হওয়ার পর সেই দাবি মেনে নিয়ে ATK সরানোর ঘোষণা করেন সঞ্জীব গোয়েঙ্কা।
আরও পড়ুন: রিঙ্কু ও যশস্বীকে জাতীয় দলে এক্ষুনি নেওয়া হোক, মত হরভজন সিং এর
বদলে সুপার জায়ান্টস নামটি ব্যবহার করা হয়। অর্থাৎ, প্রিফিক্স খসে সাফিক্স বসল মোহনবাগানের সঙ্গে। আর এবার সেই নামেই অফিশিয়াল শিলমোহর পড়ল। আগামী মরশুম থেকে মোহনবাগানের সামনে থাকছে না এটিকে।
মোহনবাগান সুপার জায়ান্টস নাম নিয়ে মাঠে নামবে মোহনবাগান। এটিকে-মোহনবাগান হিসেবে ২০২০-২১ মরশুমে আইএসএলে জয় পায়নি তাঁরা। কিন্তু এএফসি কাপের ইন্টার জোনাল প্লে-অফের সেমিফাইনালে খেলার সুযোগ পায় সবুজ মেরুন।
আর ATK নয়, নতুন মরশুমে ‘মোহনবাগান সুপার জায়ান্টস’, শিলমোহর দিল ক্লাব
তারপর ২০২১-২২ মরশুমে আইএসএল সেমিফাইনালে খেলে তাঁরা। সেই মরশুমেও এটিকে-মোহনবাগান, এএফসি কাপের ইন্টার জোনাল প্লে-অফের সেমিফাইনালে পৌঁছতে সক্ষম হয়। কিন্তু ২০২২-২৩ মরশুমে, আইএসএল চ্যাম্পিয়ন হয় এটিকে-মোহনবাগান। যদিও সুপার কাপ এবং ডুরান্ড কাপে ভালো ফল করতে পারেনি মোহনবাগান।