নজরবন্দি ব্যুরোঃ দুঃস্বপ্ন যেন শেষ হচ্ছে না আফগান মেয়েদের জীবনে। নিত্যনতুন নির্দেশ আর নিষেধাজ্ঞার জেরে ক্রমশই পায়ে আঁট হয়ে বসছে বাঁধার শিকল। এবার ফের তালিবানের ফতোয়ার মুখোমুখি হলেন আফগানভূমের কর্মরতা মেয়েরা। তবে যে কোনও পেশার ক্ষেত্রে নয়, এই বিশেষ ফতোয়াটি প্রযোজ্য হল টেলিভিশন চ্যানেলের সঞ্চালিকাদের ক্ষেত্রেই।
আফগানিস্তানের তালিবান সরকারের সাফ নির্দেশ, টেলিভিশন চ্যানেলে ক্যামেরার মুখোমুখি হলেই মুখ ঢেকে ফেলতে হবে তাঁদের। হিজাব ও নিকাব না পরে কোনোভাবেই আর টেলিভিশনে মুখ দেখাতে পারবেন না মেয়েরা, এমনটাই নির্দেশ দিল তালিবান।
উল্লেখ্য, গত বছরের আগস্টের মাঝামাঝিতে ক্ষমতা দখলে নেওয়ার পর থেকে আফগানিস্তানের নারীদের ওপর বিধিনিষেধ আরোপের পর তা আরও শক্তিশালী করা হচ্ছে। এছাড়া পুরুষ অভিভাবক ছাড়া নারীদের একাকী ভ্রমণ নিষিদ্ধ করা হয়েছে এবং মেয়েদের মাধ্যমিক বিদ্যালয়গুলোও বন্ধ রয়েছে।
নয়া তালিবানি ফরমান, এবার টিভি সঞ্চালিকাদের ঢাকতে হবে মুখ
আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি স্থানীয় টিভি স্টেশনে কর্মরত একজন মহিলা আফগান সাংবাদিক নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, মহিলা টিভি উপস্থাপকদের বাধ্যতামূলকভাবে মুখ ঢেকে রাখার সর্বশেষ এই নির্দেশনা শুনে তিনি হতবাক হয়ে গিয়েছিলেন। বিবিসিকে ওই মহিলা সাংবাদিক বলেন, ‘তারা (তালেবান) টিভিতে আমাদের উপস্থাপনা বন্ধ করতে পরোক্ষভাবে চাপ দিচ্ছে।’