মোদীর হাত ধরেই নিউ গড়িয়া-রুবি মেট্রো চালু, ভাড়ার তালিকা তৈরি
New Garia to Ruby Metro inauguration from may

নজরবন্দি ব্যুরো: প্রধানমন্ত্রীর হাত ধরেই শুরু হতে চলছে বাংলায় আরও একটি মেট্রো রুট। সূত্রের খবর, দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে আগামী মাসের গোড়াতেই চালু হবে নিউ গড়িয়া-রুবি মেট্রো! আর এই বহু প্রতীক্ষিত মেট্রো করিডরের উদ্বোধন করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছে এই মেট্রো রুটের ভাড়ার তালিকা।

আরও পড়ুন: Cyclone Mocha: শীঘ্রই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মোচা, মে মাসে আঘাত হানতে পারে বাংলায়!

New Garia-Ruby: মোদীর হাত ধরেই নিউ গড়িয়া-রুবি মেট্রো চালু! ভাড়ার তালিকা তৈরি

নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত কতগুলি স্টেশন আছে? জানা গিয়েছে, কবি সুভাষ (নিউ গড়িয়া) থেকে হেমন্ত মুখোপাধ্যায় (রুবি) পর্যন্ত মোট পাঁচটি মেট্রো স্টেশন আছে। সেগুলি সুভাষ (নিউ গড়িয়া), সত্যজিৎ রায় (হাইল্যান্ড পার্ক), জ্যোতিরিন্দ্র নন্দী (অজয়নগর এলাকা), কবি সুকান্ত (অভিষিক্তা ক্রসিং) এবং হেমন্ত মুখোপাধ্যায় (রুবির মোড়)। আর এই পাঁচটি মেট্রো স্টেশনের নিম্নতম ভাড়া হতে পারে ৫ টাকা। আর সর্বচ্চ ভাড়া হতে পারে ২০ টাকা।

New Garia-Ruby: মোদীর হাত ধরেই নিউ গড়িয়া-রুবি মেট্রো চালু! ভাড়ার তালিকা তৈরি

প্রসঙ্গত, তিনমাস হয়ে গিয়েছে যে কমিশনার অফ রেলওয়ে সেফটির (সিআরএস) ছাড়পত্র এসে গিয়েছে। কিন্তু এখনও চালু হয়নি কবি সুভাষ থেকে হেমন্ত মুখোপাধ্যায় পর্যন্ত মেট্রো রুট। যদিও মেট্রো কর্তৃপক্ষকে জানিয়েছে, সব প্রস্তুতি সারা থাকলেও দিল্লি থেকে সবুজ সংকেত মেলেনি। আর সংকেত না মেলায় এই লাইনে মেট্রো পরিষেবা শুরু করা যাচ্ছে না বলেই জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। তবে আগামী মাসেই বাইপাসের মানুষের অপেক্ষার অবসান হতে পারে।

মোদীর হাত ধরেই নিউ গড়িয়া-রুবি মেট্রো চালু, আগামী মাসের গোড়াতেই চালু হবে

New Garia-Ruby: মোদীর হাত ধরেই নিউ গড়িয়া-রুবি মেট্রো চালু! ভাড়ার তালিকা তৈরি
মোদীর হাত ধরেই নিউ গড়িয়া-রুবি মেট্রো চালু, আগামী মাসের গোড়াতেই চালু হবে

জানা গিয়েছে, নিউ গড়িয়া থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত মোট যাত্রাপথ ৩১ কিমি। এছাড়াও নিউ গড়িয়া থেকে রুবি ক্রসিং পর্যন্ত মেট্রোর লাইনের দৈর্ঘ্য ৫.৪ কিমি। আর এই দুটি লাইন যুক্ত হলে মোট ৩৭ কিমি হবে যাত্রাপথ। এপ্রসঙ্গে মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক জানিয়েছেন, “আমরা প্রস্তুত। রেল মন্ত্রণালয়ের সবুজ সংকেত পেলেই যাত্রীদের জন‌্য এই লাইন খুলে যাবে। আমরা আমাদের পথে মেট্রো চালাব।”