বাংলায় বাড়ছে ডেঙ্গুর দাপট, সাত জেলার রিপোর্টে উদ্বিগ্ন নবান্ন
Nabanna is worried about the report of seven districts of Bengal

নজরবন্দি ব্যুরো: বাংলায় বাড়ছে ডেঙ্গুর দাপট। পরিস্থিতি রীতিমত উদ্বেগজনক। ইতিমধ্যেই বাংলার সাত জেলার রিপোর্টে উদ্বিগ্ন নবান্ন। আর ওই তালিকার রয়েছে ত্তর ২৪ পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ, মালদহ ও দক্ষিণ ২৪ পরগনার নাম। যা রীতিমত চিন্তায় ফেলেছে।

আরও পড়ুন: Manik Bhattacharya-র মামলায় রিপোর্ট তলব! তদন্ত বন্ধ কেন? প্রশ্ন বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

জানা গিয়েছে, রাজ্যের ডেঙ্গু পরিস্থিতি নিয়ে নবান্নে সাংবাদিক সম্মেলন করেন স্বাস্থ্য সচিব নারায়ণস্বরূপ নিগম ও স্বরাষ্ট্রসচিব পিবি গোপালিকা। মুখ্যমন্ত্রীর নির্দেশেই এই বৈঠকের ডাক দেওয়া হয়েছিল। এছাড়াও এই বৈঠকে উপস্থিত ছিলেন সমস্ত জেলাশাসক, পঞ্চায়েত দফতর, স্বাস্থ্য দফতর, গ্রাম পঞ্চায়েত, পুরসভার প্রতিনিধিরা।

বাংলায় বাড়ছে ডেঙ্গুর দাপট, উদ্বিগ্ন নবান্ন

রাজ্যের ডেঙ্গু পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রসচিব জানান যে, রাজ্যে ডেঙ্গুর প্রাদুর্ভাব অনেকটা বেড়েছে। এখনও অবধি সরকারি হাসপাতালে ডেঙ্গু নিয়ে ভর্তি হয়েছেন ১৫০০ জন রোগী। তাঁদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর। তবে চিন্তার কারণ নেই, তাঁরা সকলেই হাসপাতালে কর্তৃপক্ষের নজরে আছেন। তবে এখনও অবধি ডেঙ্গুতে মৃতের সংখ্যাটা যায়নি বলেই জানান তিনি।

বাংলায় বাড়ছে ডেঙ্গুর দাপট, উদ্বিগ্ন নবান্ন

স্বরাষ্ট্রসচিব পিবি গোপালিকা বলেন, “বাংলাদেশ থেকেও প্রচুর পরিমাণে ডেঙ্গু কেস আসছে। তাই সীমান্তে সতর্কবার্তা জারি করা হয়েছে। তাছাড়াও সমস্ত থানা থেকে শুরু করে সরকারি অফিসগুলিকেও সতর্কবার্তা পাঠানো হয়েছে। এদিকে, সরকারি-বেসরকারি মিলিয়ে ২০৫টি জায়গায় নমুনা পরীক্ষা করানো হচ্ছে। ৯ লক্ষের মতো নমুনা পরীক্ষা হয়েছে। আর জ্বর হলে ৪৮ ঘণ্টার মধ্যে ডেঙ্গু পরীক্ষা করান।”

বাংলায় বাড়ছে ডেঙ্গুর দাপট, উদ্বিগ্ন নবান্ন

বাংলায় বাড়ছে ডেঙ্গুর দাপট, উদ্বিগ্ন নবান্ন