নজরবন্দি ব্যুরোঃ রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ইতিমধ্যেই ৫৭ হাজার পার করেছে। মৃতের সংখ্যা ১০০ এর দোরগোড়ায়। এরই মধ্যে বুধবার ডেঙ্গি ইস্যুতে রণক্ষেত্র পুরসভা। বিরোধীদের বিক্ষোভের জেরে তুলকালাম পরিস্থিতি অধিবেশনের ভিতরে এবং বাইরে। মেয়রের দফতরের সামনে বিক্ষোভ দেখালেন বাম ও বিজেপি।
বিরোধীদের অভিযোগ, ডেঙ্গির মতো ভয়াবহ ইস্যুতে কথা বলতে চাই। তৃণমূল সংখ্যাগরিষ্ঠতার জন্য আওয়াজ বন্ধ করে দেওয়ার চেষ্টা করছে। বিরোধীদের কথা বলতে দেওয়া হচ্ছে না। পুরসভার ভিতরেও সন্ত্রাস চালানো হচ্ছে। অধিবেশনের ভিতরে বিরোধীদের হাত থেকে কেড়ে নেওয়া হয় পোস্টার। বিরোধীদের বক্তব্য, এটা রাজনীতির লড়াই নয়, মানুষের প্রাণ বাঁচানোর লড়াই।

রাজ্যে ডেঙ্গি পরিস্থিতি ধীরে ধীরে বেড়ে চলেছে। বেড়েই চলেছে আক্রান্তের সংখ্যা।এমত অবস্থায় রাজ্যের ডেঙ্গি পরিস্থিতি নিয়ে বৈঠকে বসতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ডেঙ্গি নিয়ে ২১ নভেম্বর বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকে হাজিরা দিতে বলা হয়েছে স্বাস্থ্য ভবনের আধিকারিকদের। রাজ্যের সমস্ত জেলাশাসকদের নিয়ে বৈঠকে বসতে চলেছেন তিনি।
ডেঙ্গি ইস্যুতে রণক্ষেত্র পুরসভা, তোলপাড় রাজ্য রাজনীতি

গত কয়েক মাস ধরে রাজ্যজুড়ে ডেঙ্গির পরিস্থিতি নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দাগতে পিছপা হয়নি বিরোধী দল বিজেপি। কলকাতার পর মঙ্গলবার হাওড়া এলাকাতেও ডেঙ্গি পরিস্থিতি নিয়ে মিছিলে নেমেছিল বিজেপি। রাজ্যের শাসক দলের বিরুদ্ধে তোপ দাগতে পিছপা হননি বিজেপি নেতারা। আগামী দিনে বিধানসভার অন্দরেও রাজ্যের ডেঙ্গি পরিস্থিতি নিয়ে সরব হতে চলেছেন মুরলীধর সেন লেনের নেতারা। তার আগে উত্তপ্ত পরিস্থিতি পুরসভার অন্দরে।