নজরবন্দি ব্যুরোঃ কারচুপির অভিযোগ সামনে আসার পর থেকেই বিশ্বের ধনীতম ব্যক্তিদের তালিকা থেকে তাঁর পতন শুরু হয়েছে। প্রথম দশ থেকে অনেক আগেই বেরিয়ে গিয়েছিলেন। কিন্তু কিছু সময়ে প্রথম কুড়িতে ছিলেন। সেই তালিকাতেও বেশিক্ষণ স্থায়ী হতে পারেননি শিল্পপতি গৌতম আদানি।
আরও পড়ুনঃ পন্থের জায়গায় দিল্লির অধিনায়ক নির্বাচন করলেন সৌরভরা, সঙ্গে সহ অধিনায়কও
এবার আরও ‘গরিব’ হলেন তিনি। জানা গিয়েছে, বিশ্বের ধনীতম ব্যক্তিদের তালিকায় এবার প্রথম ২৫-এর বাইরে চলে গিয়েছেন আদানি। সম্প্রতি প্রকাশ্যে এসেছে, ব্লুমবার্গের বিলিওনেয়ার ইনডেক্স । সেখানে বর্তমান বিশ্বের ধনকুবেরদের তালিকায় ২৯তম স্থানে ঠাঁই হয়েছে আদানির। ব্লুমবার্গের রিপোর্ট অনুযায়ী ভারতীয় ধনকুবেরের মোট সম্পত্তির পরিমাণ এখন ৪ হাজার ২৭০ কোটি ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ৩ লক্ষ ৫৩ হাজার কোটি টাকা)।
অন্যদিকে ফোর্বসের ‘রিয়েল-টাইম বিলিয়নেয়ার’-এর তালিকাতেও অধঃপতন রোখা যায়নি। ওই তালিকায় অবশ্য ২৬তম স্থানে আদানি। ফোর্বসের হিসাব বলছে তাঁর মোট সম্পদের আনুমানিক মূল্য ৪৩৪০ কোটি ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ৩ লক্ষ ৬০ হাজার কোটি টাকা)।
আরও গরিব আদানি, বিশ্বের ধনীতম ব্যক্তিদের তালিকা এখন তিনি কত নম্বরে?
গত ২৫ জানুয়ারি বিশ্বের ধনী ব্যক্তিদের তালিকায় তৃতীয় স্থান পৌঁছে গিয়েছিলেন ভারতীয় ধনকুবের গৌতম আদানি। সেই সময় আদানির সম্পদের মূল্য ছিল ১১৯ বিলিয়ন ডলার ভারতীয় মুদ্রায় যা প্রায় ৯ লক্ষ ৮৫ হাজার কোটি টাকা। তারপরেই আসে সেই বিতর্কিত রিপোর্ট এবং ধীরে ধীরে পতন ঘটে আদানির।